দেশের সাথে তাল মিলিয়ে লন্ডনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর শুভক্ষণ শুরু করে যুক্তরাজ্যভিত্তিক ‘বঙ্গবন্ধু লেখক ও সাংবাদিক ফোরাম’। ব্রিটেন সময় সন্ধ্যা ছ’টায় এবং বাংলাদেশ সময় রাত বারটা এক মিনিটে পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কের শহীদ মিনারে আয়োজন করা হয় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে মুজিববর্ষের অনুষ্ঠান ।
বঙ্গবন্ধু লেখক ও সাংবাদিক ফোরামের সভাপতি কমিউনিটি লিডার মোহাম্মদ গিয়াস আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ মোস্তাফিজুর রহমান বেলালের পরিচালনায় জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনের ফাস্ট সেক্রেটারি এ.কে.এম. মনিরুল হক।
প্রধান অতিথির বক্তব্যে মনিরুল হক বলেন, সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের শুধু গোলামীর শৃঙ্খল থেকেই মুক্ত করেননি, বিশ্বদরবারে আমাদের বাঙালি হিসেবে পরিচয় করিয়ে দিয়েছেন। এই মানুষটির জন্য আমরা পেয়েছি একটি দেশ, পতাকা এবং আমাদের পরিচয়। মুজিববর্ষ উপলক্ষে দেশের সময়ের সাথে মিলিয়ে বঙ্গবন্ধু লেখক ও সাংবাদিক ফোরাম অনুষ্ঠানের আয়োজন করায় তিনি বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে আয়োজকদের ধন্যবাদ জ্ঞাপন করেন।
এছাড়াও অনুষ্ঠানে বঙ্গবন্ধুর জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী, যুদ্ধাপরাধ বিচারমঞ্চের সভাপতি প্রবীণ সাংবাদিক মতিয়ার চৌধুরী, যুক্তরাজ্য নির্মূল কমিটির সাধারণ সম্পাদক জামাল আহমদ খান, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাদ আহমদ সাদ, যুক্তরাজ্য শ্রমিক লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল বাছির, বঙ্গবন্ধু লেখক সাংবাদিক ও ফোরাম লন্ডন শাখার সভাপতি বাতিরুল হক সরদার, সালেহ আহমদ, যুক্তরাজ্য আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আব্দুল জলিল চৌধুরী প্রমুখ।
বিডি-প্রতিদিন/শফিক