যুক্তরাষ্ট্রে জরুরিঅবস্থা বিবেচনায় রেখে যথাযোগ্য মর্যাদায় সীমিত পরিসরে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর উদ্বোধন ও জাতীয় শিশু দিবস উদযাপন করেছে। জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে ১৭ মার্চ সকালে অনুষ্ঠান শুরু হয়। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসাসহ কনস্যুলেটের কর্মকর্তাবৃন্দ।
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে কেক কেটে বছরব্যাপী ‘মুজিববর্ষ’ উদযাপনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা। অনুষ্ঠানে জাতির পিতার উপর নির্মিত ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। এসময় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রী’র বাণী পাঠ করা হয়। এছাড়াও জাতির পিতা, তার পরিবারের অন্যান্য শহীদ সদস্য ও শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত কামনা করে এবং দেশের অব্যাহত সমৃদ্ধির জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও ‘মুজিববর্ষ’র তাৎপর্য অনুধাবন করে মার্কিন যুক্তরাষ্ট্রের পোস্টাল বিভাগ (ইউএসপিএস) বঙ্গবন্ধুর ছবি সম্বলিত সিল মোহর প্রকাশ করে। কনসাল জেনারেল ভিডিও ফোন কলের মাধ্যমে নিউইয়র্কের বাংলাদেশি-আমেরিকান অধ্যুষিত এলাকা জ্যাকসন হাইটসের আঞ্চলিক পোস্ট অফিসে বঙ্গবন্ধুর ছবি সম্বলিত সিল মোহর প্রকাশ এর উদ্বোধন করেন। এসময় তিনি যুক্তরাষ্ট্র পোস্টাল বিভাগ কর্তৃপক্ষের এ মহতী উদ্যোগের জন্য ধন্যবাদ জানান।
কনসাল জেনারেল তার বক্তব্যে দিনটিকে একটি ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণ হিসেবে অভিহিত করে তিনি বলেন, যারা এই জন্মশতবার্ষিকী উদযাপনের সুযোগ পাচ্ছে তারা অত্যন্ত সৌভাগ্যবান। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও ‘মুজিববর্ষ’ উদযাপনের মাধ্যমে বাংলাদেশি-আমেরিকান নাগরিকগণ, বিশেষ করে নতুন প্রজন্ম বঙ্গবন্ধুর জীবন ও কর্ম সম্পর্কে আরও গভীরভাবে জানতে পারবেন এবং তার আদর্শে উদ্বুদ্ধ হয়ে ‘সোনার বাংলা’ বিনির্মাণে অনুপ্রাণিত হবে বলে কনসাল জেনারেল উল্লেখ করেন।
কনসাল জেনারেল আরও বলেন, জাতির পিতার সুযোগ্যা কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। উন্নয়নের এই অভিযাত্রায় সকল বাংলাদেশি আমেরিকানদের অবদানের জন্য তিনি ধন্যবাদ জানান। দেশের কল্যাণে একযোগে কাজ করার জন্য এবং বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ার লক্ষ্যে ব্রত হয়ে ঐক্যবদ্ধ প্রচেষ্টায় জনকল্যাণমূলক কনস্যুলার সেবা প্রদানের জন্য কনসাল জেনারেল কনস্যুলেটের সকল সদস্যদের আহবান জানান।
কনসাল জেনারেল বলেন, করোনাভাইরাস (কভিড-১৯) এর বৈশ্বিক ভয়াবহ বিস্তারের নিয়ন্ত্রণ হলে, পরবর্তীতে বাংলাদেশি-আমেরিকান কমিউনিটির সদস্যদের সাথে নিয়ে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও ‘মুজিববর্ষ’ এর অনুষ্ঠানসমূহ উদযাপন করা হবে।
বিডি-প্রতিদিন/শফিক