করোনা পরিস্থিতিতে অনেকেই সংকটে রয়েছেন। কাজ না থাকায় বয়স্ক প্রবাসীরা বেশি সমস্যায় পড়েছেন। বিশেষ করে চাল, ডাল, আটাসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি পাওয়ায় সে সংকট তীব্র হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে মঙ্গলবার ‘মুজিববর্ষ’-এর আলোকে নিউইয়র্কের খ্যাতনামা চিকিৎসক ডা. ফেরদৌস খন্দকারের পক্ষ থেকে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
জ্যাকসন হাইটসে নিজের চেম্বারের সামনের সড়কে অর্থাৎ ৩৭ এভিনিউর ওপর দাঁড়িয়ে খাদ্যসামগ্রীর প্যাকেট বিতরণ করেন সস্ত্রীক ফেরদৌস খন্দকার। এসময় ফেরদৌস খন্দকার জানান, বিশ্বজুড়ে ভয়াবহ আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের এই সময়টাতে অনেক পরিবারই হয়তো আর্থিকভাবে বিপর্যস্ত। অনেকেই প্রচণ্ড ক্ষতির মুখে পড়েছেন। তাদের পাশে দাঁড়ানোর জন্যে খাদ্য বিতরণ আমাদের ক্ষুদ্র একটি প্রয়াস। সবার জন্যই যখন কঠিন সময় তখন আমরা কেউই তা থেকে মুক্ত নই। এখন আমাদের সবারই উচিত একে অপরের পাশে থাকা।
উল্লেখ্য, এর দু’দিন আগে ডা. ফেরদৌস খন্দকারের পক্ষ থেকে পথচারীদের মাঝে হ্যান্ড স্যানিটাইজার এবং মাস্ক বিতরণ করা হয়। এদিকে, ডেমক্র্যাটিক পার্টির তৃণমূলের সংগঠক ফাহাদ সোলায়মান নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটস এলাকায় অসহায় লোকজনের মাঝে বিনামূল্যে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজারসহ অতি প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেছেন।
ফাহাদ জানান, মানুষের এই চরম বিপদে অত্যন্ত প্রয়োজনীয় সামগ্রী যদি বিনামূল্যে পৌঁছে দিতে পারি তাহলে সেটি হচ্ছে সবচেয়ে বড় একটি কাজ। কারণ, মুনাফাখোর ব্যবসায়ীরা কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে এসব সামগ্রীর দাম। ক্রয় ক্ষমতা অনেকেরই নেই। তাই নিজ তাগিদে এসব ক্রয় করে বিতরণ করছি প্রবাসীদের মাঝে।
বিডি-প্রতিদিন/শফিক