করোনাভাইরাস আতঙ্ক নিয়ে অল্প পরিসরে জার্মানিতেও পালিত হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস।
সেই সঙ্গে মুজিববর্ষ উদযাপন উপলক্ষে শনিবার রাজধানী বার্লিনে বাংলাদেশ দূতাবাসের আয়োজনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, জন্মদিনের কেক কাটা, দেশ ও সবার জন্যে দোয়া কামনাসহ নানা আয়োজন করা হয়।
এ সময় সংক্ষিপ্ত এক বক্তব্যে রাষ্ট্রদূত ইমতিয়াজ আহমেদসহ দূতাবাসের কর্মকর্তাবৃন্দ ও নর্দরাইন ওয়েস্টফালেনের বাংলাদেশ এর অনারারি কনসাল হাসনাত মিয়া এবং অন্যরা বলেন, জাাতির জনক বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ, আর বঙ্গবন্ধুর আর্দশ মানেই দেশ মাতৃকাকে ভালবেসে সত্যিকারের দেশপ্রেমিক হয়ে ওঠা। তাই প্রত্যেক বাবা মায়ের উচিৎ সন্তানকে মুক্তিযুদ্ধের চেতনায় ধর্ম বর্ণের ঊর্ধ্বে উঠে অসম্প্রদায়িক সংস্কৃতিকে বুকে লালন করে জাতির জনকের আদর্শে সুশিক্ষিত করে তোলা। আর এই শিশুদের মাঝেই আমরা পাব দেশের ভবিষ্যৎ নেতা।
এর আগে রাষ্ট্রদূতের নেতৃত্বে দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীদের পাশাপাশি বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করেন সর্বস্তরের প্রবাসী বাংলাদেশিরা।
বিডি প্রতিদিন/কালাম