অস্ট্রিয়াতে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা ৬ হাজার ছাড়িয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টায় দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী আক্রান্তের সংখ্যা ৬০০১ জন। করোনাভাইরাসে মৃতের সংখ্যা ৪২ জন। অস্ট্রিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি তিরোল প্রদেশে ১৫৯৩ জন।
রাজধানী ভিয়েনাতে আক্রান্তের সংখ্যা ৭৩৪ জন। গত কয়েক দিনের তুলনায় আক্রান্তের সংখ্যা কিছুটা বৃদ্ধি পেয়েছে। এদিকে অস্ট্রিয়ার সরকার জনসাধারণের ঘরের বাহিরে যাওয়ার ওপর যে বিধিনিষেধ আরোপ করেছিলো সেটি আগামী এপ্রিলের ১৩ তারিখ পর্যন্ত বর্ধিত করা হয়েছে। অস্ট্রিয়ার পুলিশ প্রশাসন এই বিষয়ে কঠোর ব্যবস্থা গ্রহণ করেছেন।
অস্ট্রিয়ার স্থানীয় সংবাদমাধ্যম থেকে জানা গিয়েছে- অযথা বাহিরে দুই তিনজন একসাথে ঘোরাফেরা করার জন্য ইতিমধ্যে অনেককেই জরিমানা করা হয়েছে। অস্ট্রিয়ার সরকার একদিনে ১৫০০০ করোনাভাইরাস টেস্ট করার ব্যবস্থা গ্রহণ করছে বলে জানা গিয়েছে। তবে আশঙ্কা করা হচ্ছে, আক্রান্তের সংখ্যা আরও বৃদ্ধি পেলে হয়তো বা সরকার করোনাভাইরাস সংক্রমণ রোধ করার জন্য আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার