করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নিউইয়র্ক সিটিতে প্রকৃত অর্থে কত মানুষ মারা গেছে তার সঠিক তথ্য দিতে পারেননি সিটি স্বাস্থ্য কমিশনার ড. অরিক্সিস বারবোট। ২৪ এপ্রিল তিনি প্রেস ব্রিফিংকালে এই দুর্বলতার কথা অকপটে স্বীকার করেছেন।
উল্লেখ্য, ১১ মার্চ থেকেই কোন একক শহর হিসেবে বিশ্বে সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে নিউইয়র্কে। স্বাস্থ্য কমিশনার জানান, আমাদের নথিতে ২৪ মার্চ পর্যন্ত করোনায় নিশ্চিত মৃত্যু হয়েছে ১০ হাজার ৭৪৬। করোনায় মৃত্যু হয়েছে বলে আরেকটি তালিকায় রয়েছে আরও ৫ হাজার ১০২ জনের নাম। অর্থাৎ মোট ১৪ হাজার ৮৪৮ জন।
স্বাস্থ্য কমিশনার উল্লেখ করেন, উপরোক্ত সময়ে এই সিটিতে আরও ১০ হাজার ৫২২ জন মারা গেছেন, যাদের মৃত্যুর সঠিক কারণ জানা সম্ভব হয়নি। অর্থাৎ তারা অসুস্থ অবস্থায় নিজেদের পরীক্ষা করেননি। বাসায় কিংবা ক্লিনিকে অথবা বাস-সাবওয়ে, নিজ গাড়িতে মারা গেছেন। মারা যাওয়ার পরও লাশের পরীক্ষা করা হয়নি মৃত্যুর কারণ নিশ্চিত করার জন্যে।
এমন পরিস্থিতির অবতারণা হয় হঠাৎ করে শতশত মানুষ হাসপাতাল এবং নিজ বাসায় মৃত্যুর মিছিলে সামিল হওয়ায়।
এই সিটিতে বসবাসরত ৩ লক্ষাধিক বাংলাদেশির মধ্যে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২৪ এপ্রিল পর্যন্ত ১৬৩ জন।
জন হপকিন্স এবং ওয়ার্ল্ডোমিটারের পরিসংখ্যান অনুযায়ী, শুক্রবার দিবাগত রাত ১২টা পর্যন্ত যুক্তরাষ্ট্রে মারা গেছে ৫২ হাজার ১৯৩ জন। আক্রান্তের সংখ্যা ৯ লাখ ২৫ হাজার ২৩২। অপরদিকে, নিউইয়র্ক অঙ্গরাজ্যে মারা গেছে ২১ হাজার ২৯১ জন।
বিডি প্রতিদিন/ফারজানা