বিশ্বব্যাপী মহামারি আকারে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসের তাণ্ডবে অন্যান্য দেশের মত লণ্ডভণ্ড মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইন। দেশটিতে প্রথম করোনা শনাক্তের পর ঢিলেঢালাভাবে আংশিক লকডাউনের মধ্য দিয়ে করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে চলতে থাকলেও ইতিমধ্যে বাড়ছে ঝুঁকি।
দেশটিতে করোনা প্রাদুর্ভাব প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপে ও বিশ্বের বাজারে তেলের দাম হ্রাস পাওয়ায় দিন দিন বাড়ছে আক্রান্তের সংখ্যা। বাড়ছে খাদ্য, কর্ম ও বাসস্থানসহ নানা সংকট। বিদ্যমান সংকট মোকাবেলায় বাহরাইন সরকারের পাশাপাশি প্রথম ধাপে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে অর্থ সহায়তা দিয়ে বাংলাদেশিদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন বাংলাদেশ সরকার। সরকারের আর্থিক সহায়তায় বিভিন্ন প্রক্রিয়ায় নিবন্ধনের মাধ্যমে সেসব ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের মাঝে খাদ্য ও ত্রান সামগ্রী বিতরণ করে আসছে বাহরাইনে বাংলাদেশ দূতাবাস। দিন দিন সংকট বৃদ্ধি পাওয়ায় বরাদ্দকৃত অর্থ প্রয়োজনের তুলনায় সামান্য বলে এতে সহায়তা নিয়ে অংশগ্রহণ করেন বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন সংগঠনগুলো।
যথাযথভাবে এসব ত্রান সামগ্রী বিতরণের স্বার্থে দূতাবাস স্থানীয় সংগঠনগুলোর সহায়তায় এ ত্রান সহায়তা অব্যাহত রেখেছেন। সে ধারাবাহিকতায় ১১মে বৃহত্তর পরিদপুর জনকল্যাণ পরিষদের সভাপতি সেলিম দাড়ি, সহ-সভাপতি লোকমান হোসেন ও যুগ্ন সম্পাদক পিকে আব্দুল্লাহর নেতৃত্বে স্থানীয় মানামায় রাতে নিরাপদ দুরত্বে বেশ কয়টি স্থানে কয়েকশত বাংলাদেশিদের মাঝে নিত্য প্রয়োজনীয় এ সব সামগ্রী বিতরণ করা হয়।
এ পর্যন্ত বিভিন্ন কৌশলে বাংলাদেশ দূতাবাস তিন সহস্রাধিক ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের মাঝে এটি বিতরণ করেছেন বলে জানিয়েছে দূতাবাস সূত্র।
ইতিমধ্যে ভাইরাসটির প্রাদুর্ভাব অভিবাসীদের মধ্যে দ্রুত ছড়িয়ে পড়ায় অঘোষিতভাবে লকডাউন করে দেয়া হচ্ছে অসংখ্য ভবন। যার প্রভাবে দিন দিন বৃদ্ধি পাচ্ছে নানা সংকট। পরিস্থিতি উত্তরণে বাহরাইন সরকার নিবেদিতভাবে কাজ করছে। তবে তার পাশাপাশি নিজ দেশের কর্মীদের সহযোগিতায় সকলের সম্মিলিত প্রচেষ্টা আর সরকারের অর্থিক সহায়তা বৃদ্ধির প্রয়োজন বলে মনে করেন বাহরাইন প্রবাসী বাংলাদেশিরা।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ