যুক্তরাষ্ট্র যুবদলের পক্ষ থেকে নিউইয়র্কে করোনায় মৃত্যুবরণ করা এবং মহামারীর কারণে কর্মহীন হয়ে পরা কিছু অসহায় ও দুস্থ পরিবারকে গত ২১ মে ঈদের শুভেচ্ছা হিসেবে প্রয়োজনীয় খাদ্য সামগ্রীর প্যাকেজ ঘরে ঘরে পৌঁছে দেয়া হয়। করোনা ভাইরাসের মহামারীর কারণে অসহায় ও কর্মহীন হয়ে পরা ৩০০ ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে যুক্তরাষ্ট্র যুবদলের পক্ষ থেকে সহায়তা প্রদান করা হয়।
প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণের পূর্বে ঢাকা থেকে টেলিকনফারেন্সে যুবদলের ত্রাণ বিতরণ কর্মসূচির উদ্বোধন ঘোষণা করে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সাইফুল আলম নীরব এবং সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু ।
এ সময় যুক্তরাষ্ট্র যুবদলের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জাকির এইচ চৌধুরী, আবু সাইদ আহমদ, আমানত হোসেন আমান, কাজী আমিনুল ইসলাম স্বপন, রেজাউল আজাদ ভুঁইয়া, বি এম বাদশাহ, জাহাঙ্গীর আলম জয়, এ বি এম সিদ্দিক পাটওয়ারী, ফরিদ আহমদ, মাসুদ রানা, শফিকুল ইসলাম ভুঁইয়া, মনিরুল ইসলাম মনির প্রমুখ।
বিডি প্রতিদিন/ আল আমীন