সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের উদ্যোগে ঐতিহাসিক ৬ দফা দিবস উপলক্ষে জুম অনলাইন আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রবিবার সন্ধ্যা ৮টায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করবেন সংগঠনের সভাপতি এম. নজরুল ইসলাম। এতে ইউরোপের বিভিন্ন দেশের আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দ অংশ নিয়েছেন।
সভায় নেতৃবৃন্দ এক এক করে সবাই ৬ দফার উপর সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।
আলোচনা সভায় ইতালি, ফ্রান্স, জার্মান, স্পেন, বেলজিয়াম, নেদারল্যান্ড, ডেনমার্ক, ফিনল্যান্ড, পর্তুগাল, সুইজারল্যান্ড, গ্রীস, সুইডেন, আয়ারল্যান্ড, মাল্টা, অস্ট্রিয়া ও নরওয়ে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ অংশ নিয়েছেন।
সভায় কারিগরি সহযোগিতায় ছিলেন ইঞ্জিনিয়ার মাহফুজুর রহমান ভূঁইয়া ও ইঞ্জিনিয়ার হেদায়েতুল ইসলাম শেলী।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ