সিঙ্গাপুরে করোনা মোকাবেলায় প্রবাসী বাংলাদেশিদের সহায়তায় প্রতিদিনই কাজ করে যাচ্ছে বাংলাদশের হাইকমিশন। বাংলাদেশ সরকারের নির্দেশনা অনুসারে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে তারা।
সিঙ্গাপুর সরকারের পাশাপাশি হাইকমিশনের কর্মকর্তারা নিরলসভাবে প্রবাসীদের জন্য সব ধরনের সহায়তা প্রদানের বিষয়ে বদ্ধপরিকর বলে জানানো হয়েছে।
এরই ধারাবাহিকতায় বাংলাদেশের অভিবাসী শ্রমিকদের বিভিন্ন ডরমিটরি এবং থাকার জায়গায় করোনার পরিস্থিতির শুরু থেকেই খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছেন হাইকমিশনের শ্রম উইং এর কর্মকর্তারা।
খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে - মুড়ি, চানাচুর, খেজুর, জুস, চিড়া, চিনি, নুডলস, বিস্কুট ইত্যাদি।
আজ শুক্রবার ১৩ উডল্যান্ড স্ট্রীট ও ৩ ক্রান্জি এরিয়ায় ১৫০ প্যাকেট খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এসময় বাংলাদেশ হাইকমিশনের ওয়েলফেয়ার অফিসার মো. আল আমিন হোসেন ও মো. আশরাফুল আলম নিজ হাতে খাদ্য সামগ্রী বিতরণ করেন।
প্রবাসী কর্মীদের উদ্দেশ্যে ওয়েলফেয়ার অফিসার মো. আল আমিন হোসেন বলেন, সিঙ্গাপুর প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে বাংলাদেশ হাইকমিশনের লেবার উইং সর্বদা আপনাদের পাশে আছে। যে কোনো সমস্যায় আমাদের অবহিত করবেন। হটলাইন, ওয়েবসাইট ও ফেসবুক পেইজে নিয়মিত সচেতনতায় নির্দেশনা দেওয়া হচ্ছে। আপনারা সিঙ্গাপুর সরকারের সকল নিয়ম কানুন মেনে চলুন।
ওয়েলফেয়ার অফিসার মো. আশরাফুল আলম বলেন, পাসপোর্ট নবায়ন করতে চাইলে আপনাদের কোম্পানির ম্যানেজমেন্টকে অবহিত করুন। আপনাদের কোম্পানির প্রতিনিধি হাইকমিশনে গিয়ে আপনাদের জন্য পাসপোর্ট নবায়ন করতে পারবেন।
বিডি প্রতিদিন/এনায়েত করিম