বাংলাদেশ হাইকমিশন, সিঙ্গাপুরের উদ্যোগে করোনা ভাইরাস বিষয়ক মতবিনিময় সভা এবং করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্ত ৫০০ বাংলাদেশি অভিবাসী কর্মীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
গত সোমবার (৮ জুন) তুয়াস ভিউ ডরমিটরিতে অনুষ্ঠিত ওই সভায় উপস্থিত ছিলেন সিঙ্গাপুর সরকারের ন্যাশনাল ডেভলাপম্যান্ট ও ম্যানপাওয়ার মিনিস্টার অব স্ট্যাট জনাব জাকি মোহাম্মদ, সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশের মান্যবর হাইকমিশনার জনাব মোঃ মোস্তাফিজুর রহমান,সিঙ্গাপুরস্থ জয়েন্ট টাস্কফোর্স ও সংশ্লিষ্ট মণ্ত্রণালয়ের উর্ধতন কর্মকর্তাবৃন্দ, কাউন্সেলর (শ্রম) জনাব মোঃ আতাউর রহমান এবং ডরমিটরি ম্যানেজমেন্টের কর্মকর্তাবৃন্দ।
সভায় কোভিড-১৯ মহামারী মোকাবেলা ও অভিবাসী কর্মীদের চাকরি, চিকিৎসা ও সার্বিক কল্যাণে সরকারের গৃহীত কার্যক্রম, সরকারি নির্দেশনা মেনে চলা ও সচেতনতা বিষয়ক মূল্যবান বক্তব্য প্রদান করেন জাকি মোহাম্মদ এবং বাংলাদেশর হাইকমিশনার মোঃ মোস্তাফিজুর রহমান।
জানা যায়, করোনায় পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশি অভিবাসী শ্রমিকদের জন্য খাদ্য সমগ্রী বিতরন অব্যহত রয়েছে হাইকমিশনের পক্ষ থেকে। একই সঙ্গে প্রবাসীদের সবধরনের সুযোগ সুবিধা নিশ্চিত করার লক্ষে হাইকমিশন সবসময় সিঙ্গাপুর সরকারের সাথে আলোচনা করে কাজ করছেন।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ