মালয়েশিয়ার পেনাংয়ের একটি সবজি খামারে সহকর্মীকে হত্যার অভিযোগে ১২ বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার তাদেরকে জালান আরা কুদা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে বলে সেবেরাং পেরাই উতারা জেলার পুলিশ প্রধান এসিপি নুরজাইনি মোহাম্মদ নুর জানিয়েছেন।
নুর জানান, গ্রেফতারকৃতদের বয়স ২৫ থেকে ৪০ বছরের মধ্যে। হত্যাকাণ্ডের শিকার মোহাম্মদ আব্দুল লফতির (৫৯) মৃতদেহ বুধবার সকাল ৭টায় উদ্ধার করা হয়। তার শরীরে আঘাতের চিহ্ন ছিল।
তিনি বলেন, ‘মঙ্গলবার রাতে ভিক্টিম তার নিয়োগকর্তার বাড়িতে শ্রমিকদের মজুরির অর্থ সংগ্রহ করতে গিয়েছিলেন। তার গতিবিধি সম্পর্কে জানতো সন্দেহভাজনরা।’
পুলিশের এই কর্মকর্তা জানান, মোহাম্মদ আব্দুলের মৃতদেহ উদ্ধারের সময় মালিকের কাছ থেকে নেওয়া চার হাজার রিঙ্গিত (মালয়েশীয় মুদ্রা) পাওয়া যায়নি। গ্রেফতারকৃতদের ৭ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। সূত্র: বারনামা
বিডি প্রতিদিন/কালাম