হাঁটু চেপে হত্যার মত নির্মম আচরণ রহিতের পক্ষে অধিকাংশ আমেরিকান মত দিলেও পুলিশ বাহিনীর বাজেট কর্তনে রাজি নন তারা।
গত কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড হত্যার পরিপ্রেক্ষিতে সারা আমেরিকায় বিস্তৃত গণআন্দোলনের স্লোগানের পরিপূরক পুলিশ বাহিনীর আইন সংস্কার এবং পুলিশের ফান্ড কমানোর ব্যাপারে হাফিংটন পোস্ট/ইউগভ পরিচালিত জরিপে এমন তথ্য পাওয়া গেছে। ৮-১০ জুন পর্যন্ত তিন দিনে প্রাপ্তবয়স্ক এক হাজার আমেরিকানের মধ্যে চালানো হয় এই জরিপ।
উল্লেখ্য, ১২ জুন ছিল চলমান আন্দোলনের ১৮তম দিবস। এ দিনও বর্ণবাদ বিরোধী স্লোগানের সাথে পুলিশ বাহিনী বিলুপ্তিসহ পুলিশ-পরিচালনা নীতি সংস্কারের দাবি উঠেছে। ইতিমধ্যেই কংগ্রেসে এ দাবির সমর্থনে একটি বিল উত্থাপিত হয়েছে। মিনিয়াপলিস, নিউইয়র্কে দুটি বিল পাশ হয়েছে স্থানীয় ভিত্তিতে। ক্যালিফোর্নিয়া স্টেট গভর্নরও পুলিশের বাজেট কমিয়ে দেয়ার কথা বলেছেন।
বিডি প্রতিদিন/ফারজানা