বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষে সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের উদ্যোগে অনলাইন আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এম. নজরুল ইসলাম।
এতে প্রধান অতিথি ছিলেন, তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি। এই আলোচনা সভায় ইউরোপের সব দেশের আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
প্রধান অতিথি ড. হাছান মাহমুদ বলেন, 'আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা গণতন্ত্র ও মুক্তিযুদ্ধের চেতনার অগ্নিবীণা। তিনি সারাজীবন গণতন্ত্র ও মানুষের অধিকার আদায়ের জন্য আন্দোলন সংগ্রাম করেছেন।'
তিনি আরো বলেন, '২০০৭ সালে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে বন্দী করে মূলত গণতন্ত্রকে বন্দী করেছিল চেপে বসা শাসকরা। ২০০৮ সালের ১১ জুন গণমানুষের নেতা বঙ্গবন্ধু কন্যার কারামুক্তির মধ্য দিয়ে গণতন্ত্র মুক্তি পেয়েছিল। তাই এইদিনটি গণতন্ত্রের মুক্তি দিবস।"
সভাপতির বক্তব্যে এম. নজরুল ইসলাম বলেন, 'জননেত্রী শেখ হাসিনাকে গ্রেফতারের বিরুদ্ধে প্রতিবাদ ও মুক্তির দাবিতে ইউরোপের দেশে দেশে গড়ে উঠা বিক্ষোভের নেতৃত্ব দিয়েছেন, যুক্তরাজ্য প্রবাসী বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানা আমাদের প্রিয় ছোট আপা। তিনি এবং জননেত্রীর যুক্তরাষ্ট্র প্রবাসী পুত্র সজীব ওয়াজেদ জয় টেলিফোনে সবসময় আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন, বিভিন্ন নির্দেশনা ও উপদেশ দিয়েছেন।'
সভায় ইতালি, ফ্রান্স, জার্মান, স্পেন, বেলজিয়াম, নেদারল্যান্ড, সুইডেন, সুইজারল্যান্ড, ডেনমার্ক, ফিনল্যান্ড, পর্তুগাল, গ্রীস, আয়ারল্যান্ড, অস্ট্রিয়া, মাল্টা ও নরওয়ে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ অংশ নিয়েছেন। সভায় কারিগরি সহযোগিতায় ছিলেন, ইঞ্জিনিয়ার হেদায়েতুল ইসলাম শেলী ও ইঞ্জিনিয়ার মাহফুজুর রহমান ভূঁইয়া।
বিডি প্রতিদিন/হিমেল