ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহর মৃত্যুতে শোক প্রকাশ করেছে নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগ। শেখ মো. আব্দুল্লাহ নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকারিয়া চৌধুরীর শ্বশুর। মরহুমের জন্যে প্রবাসীদের দোয়া চেয়েছেন তিনি।
ধর্ম প্রতিমন্ত্রীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের পক্ষে ভাইস প্রেসিডেন্ট ও যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সেক্রেটারি আব্দুল কাদের মিয়া, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল হোসেন, যুগ্ম সম্পাদক সুব্রত তালুকদার, আশরাব আলী খান লিটন প্রমুখ। তারা মরহুমের আত্মার মাগফেরাত কামনা এবং শোক-সন্তপ্ত পরিবারের প্রতি সহমর্মিতা জ্ঞাপন করেছেন।
অপর এক বিবৃতিতে তারা আওয়ামী লীগের প্রবীণ নেতা ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের মৃত্যুতেও গভীর শোক প্রকাশ করেছেন।
বিডি প্রতিদিন/ফারজানা