বাংলাদেশ বিমানের একটি বিশেষ চার্টার ফ্লাইট আগামী ১৯ জুন স্পেনের রাজধাণী মাদ্রিদে অবতরণ করবে। বৈশ্বিক করোনা মহামারিতে বাংলাদেশে গিয়ে আটকাপড়া স্পেন প্রবাসী বাংলাদেশিদের স্পেনে নিয়ে আসতে ‘বিমান বাংলাদেশ’ এই বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছে। এ উদ্যোগ নিয়েছে স্পেনে বাংলা গণমাধ্যমকর্মীদের সংগঠন স্পেন বাংলা প্রেসক্লাব।
স্পেন বাংলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি বনি হায়দার মান্না এ বিষয়টি নিশ্চিত করেছেন।
১৯ জুন বাংলাদেশ সময় সকাল আটটায় ঢাকা থেকে ছেড়ে স্পেন সময় দুপুর সোয়া ১টায় মাদ্রিদ পৌঁছাবে। বনি হায়দার মান্না জানান, বিমানের বিজি৪১০৯ এয়ারক্রাফটিতে বিজনেস ক্লাসে ৩০ জন এবং ইকোনোমি ক্লাসে ৩৮১ জন যাত্রী ঢাকা থেকে সরাসরি মাদ্রিদে আসতে পারবেন। এই ফ্লাইটের জন্য বিজনেস ক্লাসের যাত্রীদের বাংলাদেশি মুদ্রায় এক লাখ ৩০ হাজার টাকা এবং ইকোনমি ক্লাসের জন্য ৯০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। আর নির্ধারিত অর্থ প্রদান করে ১৪ জুন থেকে বাংলাদেশ বিমানের ঢাকায় মতিঝিলের বিমান সেলস কাউন্টার ছাড়াও চট্টগ্রাম বিমান অফিস ও সিলেট বিমান অফিস থেকে এই ফ্লাইটের টিকেট ক্রয় করা যাবে।
বিডি প্রতিদিন/ফারজানা