শনিবার সন্ধ্যায় কানাডার দক্ষিণ-পূর্ব আলবার্টায় বজ্রপাত, ভারী শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া ক্যালগারি ও আশপাশের অঞ্চলে বন্যা হয়েছে।
বন্যার কারণে মারলবারো এবং স্যাডলেটাউন স্টেশনের মধ্যে সি ট্রেন যাতায়ত স্থগিত করা হয়েছে এবং উত্তর-পূর্বের একাধিক বাস রুটও স্থগিত করা হয়েছে।
ক্যালগেরির নর্থইস্ট এলাকাটি এশিয়ান অধ্যুষিত এলাকা। এই এলাকায় প্রচুর সংখ্যক প্রবাসী বাঙালি বসবাস করে। তাদের বাড়ি ঘর গাড়ি এবং বাগানের ব্যাপক ক্ষতি হয়েছে।
প্রবাসী বাঙালি আহমেদ তৌফিক জানিয়েছেন, প্রায় ২০ মিনিটের শিলাবৃষ্টিতে আমার দুইটা টয়োটা রাভ ৪ গাড়ী, বাড়ির সাইডিং এবং ফিটিং রুফের ব্যাপক ক্ষতিসাধন হয়েছে। এছাড়াও গত দুমাস ধরে বাগানে লাগানো সব শাক সবজি নষ্ট হয়ে গেছে। মাত্রই ফুল আসা আপেল গাছেরও ক্ষতি হয়েছে, বাগানে যা ছিল সব কিছুই নষ্ট হয়ে গেছে।
নর্থ ইস্ট এর সৈয়দা রওনক জাহান বলেন, আমার এই এলাকায় প্রায় প্রতিটি বাড়ি এবং গাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে। প্রচন্ড বৃষ্টির সঙ্গে বড় আকারের শিলাখণ্ড ছিল যা ঘরবাড়ি এবং গাড়ির ক্ষতিসাধন করে। তবে আমাদের শারীরিক কোনো ক্ষতি হয়নি।
বিডি প্রতিদিন/হিমেল