করোনাভাইরাসের তাণ্ডব একেবারেই নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত ৪৫% আমেরিকান বিমানে ভ্রমণ করবেন না। ‘দ্য ইন্টারন্যাশনাল এয়ার ট্র্যান্সপোর্ট এসোসিয়েশন’ (আইএটিএ) পরিচালিত এক জরিপে ১৬ জুন এ তথ্য প্রকাশিত হয়েছে।
গত এপ্রিলে পরিচালিত জরিপে এ ধরনের মনোভাব পোষণকারী আমেরিকানের হার ছিল ৬০%। জরিপের আলোকে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এই সংস্থার মুখ্য অর্থনীতিবিদ ব্রায়ান পিয়ার্স বলেন, বিমানে করে ভ্রমণে সংক্রমণের শঙ্কায় ভুগছেন অধিকাংশ মানুষ। করোনার প্রকোপ একেবারেই নিয়ন্ত্রণে আসতে হয়তো আরও ৬ মাস লাগতে পারে। সে পর্যন্ত ৪৫% আমেরিকান বিমানে চড়তে রাজি নন।
এয়ারলাইন্স সমূহের টিকিট বিক্রির ওপর পরিচালিত ব্লুমবার্গ নিউজের এক গবেষণায় দেখা গেছে, গত বছরের তুলনায় টিকিট বুকিং কমেছে ৮২%। কয়েকমাস আগে টিকিট বুকিংয়ের মাত্রা জিরো পার্সেন্টে নেমে যায়। তবে বর্তমানে তা বেড়েছে।
বিডি প্রতিদিন/ফারজানা