বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল অস্ট্রেলিয়া শাখা আলোচনা সভার আয়োজন করে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন অস্ট্রেলিয়া বিএনপির সভাপতি জনাব আলহাজ্ব লুৎফুল কবির।
এ সময়ে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল অস্ট্রেলিয়া শাখার উপদেষ্টা জনাব মনিরুল হক জর্জ, সাধারণ সম্পাদক আবুল হাসান, সহ-সভাপতি ডক্টর আব্দুল ওহাব, একেএম ফজলুল হক শফিক, মোহাম্মদ জামিল হোসেন, মো. আব্দুস সাত্তার, যুবদলের সহ-সভাপতি জনাব সেলিম লকিয়ৎ, সাধারণ সম্পাদক আব্দুল মতিন উজ্জল, আবু সাঈদ খুদরী, জসীমউদ্দীনসহ অনেক নেতাকর্মী।
অস্ট্রেলিয়া বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব হাবিবুর রহমানের সঞ্চালনায় বক্তারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দেশ গঠনের অবদান নিয়ে বক্তব্য উপস্থাপন করেন।
বিডি প্রতিদিন/আবু জাফর