কানাডার আলবার্টা প্রদেশের ক্যালগেরির বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অফ ক্যালগেরির সাবেক সভাপতি মোহাম্মদ হামিদ বুধবার স্থানীয় সময় সকাল ছয়টা ৪৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ক্যালগেরির পিটার লগহিড হাসপাতালে মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর। আজ বাদ জোহর ক্যালগেরির আকরাম জুম্মা মসজিদে তার নামাজে জানাজা শেষে ককরেন কবরস্থানে তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে কমিউনিটিতে শোকের ছায়া নেমে আসে। মৃত্যুকালে তিনি স্ত্রী-পুত্র-কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।
উল্লেখ্য, সদা হাস্যজ্বল পরোপকারী মো. হামিদ কমিউনিটিতে তার কর্মের মধ্যে দিয়ে জনপ্রিয় ছিলেন। তিনি দীর্ঘদিন কমিউনিটির বিভিন্ন সেবামূলক কাজে অংশগ্রহণ করে সুনাম অর্জন করেন। বিশেষ করে বাংলাদেশ থেকে আসা নতুন অভিবাসীদের সেবামূলক কাজে তিনি ছিলেন অত্যন্ত তৎপর। তার মৃত্যুতে বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অফ ক্যালগেরিসহ বিভিন্ন সংগঠন শোক প্রকাশ করেছে। তিনি কানাডার আলবার্টার বঙ্গবন্ধু পরিষদের সভাপতি আবদুল্লাহ রফিকের ভায়রা ছিলেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার