প্রবাসী বরিশাল বিভাগীয় কল্যাণ সমিতির কার্যকরী পরিষদ এবং উপদেষ্টা পরিষদের যৌথ সভায় কার্যকরী কমিটি বিলুপ্ত করা হয়েছে। এছাড়া দুই সপ্তাহের মধ্যে সংগঠনের সকল হিসাব বুঝিয়ে দেওয়ার জন্য বিদায়ী সভাপতি কাজী জামান উদ্দিনকে আহ্বান জানানো হয়।
গত ২৯ আগস্ট সন্ধ্যায় স্বাস্থ্যবিধি মেনে নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে ‘ইটজি রেস্টুরেন্টে’ অনুষ্ঠিত সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় সভাপতিত্ব করেন (সভাপতির অনুপস্থিতিতে) সহ-সভাপতি আক্তারুর রহমান মামুন এবং পরিচালনা করেন সংগঠনের সেক্রেটারি রুহুল আমিন নাসির।
করোনায় মৃত্যুবরণকারী সংগঠনের প্রধান উপদেষ্টা রফিকুল ইসলাম সোবহানীসহ সকলের আত্মার মাগফেরাত এবং আক্রান্তদের দ্রুত আরোগ্য কামনার মধ্য দিয়ে সভাটি শুরু হয়।
সভার প্রেক্ষাপট উপস্থাপন করেন রুহুল আমিন নাসির। উপদেষ্টাগণের সিদ্ধান্ত অনুযায়ী আজকের এই সভা ডাকা হয়েছে বলে জানান তিনি।
ডিসেম্বরে বর্তমান কমিটির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু কমিটির সভাপতির বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের কারণে কার্যকরী কমিটি বিলুপ্তির সিদ্ধান্ত নেওয়া হয়।
সকলের সিদ্ধান্ত অনুযায়ী সংগঠনের সাবেক সভাপতি ও উপদেষ্টামণ্ডলীর সদস্য শাহ আলমকে আহ্বায়ক মনোনীত করা হয়। সভায় উপস্থিত সকলকে সদস্য হিসেবে গণ্য করা হয়।
আলোচনায় অংশগ্রহণকারী নেতৃবৃন্দের মধ্যে ছিলেন উপদেষ্টা পরিষদের সদস্য অ্যাডভোকেট আবুল কালাম আজাদ তালুকদার, রেজাউল করিম, জামান আহমেদ, শাহ জামান, শেখ ইলিয়াস হাবিব, মোহাম্মদ শাহ আলম, নূরে আলম খান, রফিকুল ইসলাম জিয়া, মঈনুদ্দিন আহমেদ বাচ্চু এবং শামীমা আলম মুন্নী।
এ ছাড়া এস ইসলাম মামুন, মো. মাসুদ হোসেন, জাকির হোসেন লিটন, মামুন আর রশিদ, মঞ্জুর মোর্শেদ, রুবেল গাজী, আব্দুল জলিল মিয়া, বেলায়েত হোসেন, ফজলুল হক খান চুন্নু, রুহুল আমিন ও পারুল আকতার আলী বকুল প্রমুখ সভায় উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, ২১ সদস্যের কার্যকরী কমিটি এবং ১৫ সদস্যের উপদেষ্টা পরিষদ (একজন মারা গেছেন) অর্থাৎ ৩৫ জনের মধ্যে সভায় ছিলেন ২৪ জন।
বিডি প্রতিদিন/এমআই