কুয়েত ক্রিকেট কাউন্সিল (কেসিসি) এর উদ্যোগে টি টুয়েন্টি টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
সুলাইবিয়া ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশ ফ্রেন্ডস ক্লাব বনাম সমসের্স ইলেভেন এর মধ্যে খেলাটি অনুষ্ঠিত হয়। টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ ফ্রেন্ডস ২০ ওভারে ৩ উইকেটে ২৩৬ রান সংগ্রহ করে ৩১ রানে জয়ী হয়। বিপরীতে সমসের্স ইলেভেন ২০৫ রানে অল আউট। ৪৯ বলে ১০২ রান করে অপরাজিত থেকে ম্যান অব দ্যা ম্যাচের গৌরব অর্জন করেন বাদশাহ হেলাল উদ্দিন। সে সময় বাংলাদেশ ফ্রেন্ডস ক্লাবের পক্ষে উপস্থিত ছিলেন সভাপতি আক্তারুজ্জামান মোহাম্মদ শামস, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, উপদেষ্টা শোয়েব আহম্মেদসহ অসংখ্য দর্শক।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন