শীত আর কোভিড মিলে মানসিক সুস্থতার জন্য বড় ধরনের হুমকি তৈরি করবে বলে সতর্ক করে দিয়েছে কানাডার পাবলিক হেলথ এজেন্সী। তাদের সমীক্ষা বলছে, নাগরিকদের মানসিক অুসুস্থতা বাড়ছে, বাড়ছে নানা ধরনের নেশার প্রতি ঝোঁকও।
স্ট্যাটিসটিক্স কানাডার সমীক্ষাও বলছে, ২০১৮ সালে যেখানে ৬৮ শতাংশ নাগরিক মানসিকভাবে সুস্থ জীবন যাপন করতো সেটি সংখ্যাটি এখন ৪৮ শতাংশ। তার মানে হচ্ছে দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষই মানসিক চাপ কিংবা অশান্তি নিয়ে জীবন যাপন করছেন। এর মধ্যে বড়রা যেমন আছেন, তেমনি আছেন শিশুরাও।
মানসিক অসুস্থতার নানা দিক, কোভিড- আর শীতে মানসিকভাবে সুস্থ থাকার উপায় নিয়ে আলোচনা হবে ‘শওগাত আলী সাগর লাইভ ‘র আগামী আয়োজনে।
দুইজন কানাডীয়ান সাইকিয়াট্রিস্ট - ব্রাম্পটন সিভিক হাসপাতালের চাইল্ড সাইকিয়াট্রিস্ট ড. মুরাদ বখত এবং বেরির রয়্যাল ভিক্টোরিয়া হাসপাতালের সাইকিয়াট্রিস্ট ড. হাসান রফিকুল হাকিম আলোচনায়অংশ নিচ্ছেন অতিথি হিসেবে।
সময়: ৪ নভেম্বর,২০২০, বুধবার, রাত ৯টা (টরন্টো সময়), বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকাল ৮টা। সরাসরি সম্প্রচার: Shaugat Ali Sagor Facebook Page এবং ইউটিউব। বিজ্ঞপ্তি।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন