বিনম্র শ্রদ্ধায় লসঅ্যাঞ্জেলেসে জাতীয় চার নেতা স্মরণে জেলহত্যা দিবস পালিত হয়েছে। ক্যালিফোর্নিয়া স্টেট আওয়ামী লীগ দিবসটি পালন করে। ৩ নভেম্বর আমেরিকার জাতীয় নির্বাচন থাকায় ১ নভেম্বর রবিবার দুপুর ২ টায় লসঅ্যাঞ্জেলেসের উডলি পার্ক প্রাঙ্গণে কলঙ্কময় জেলহত্যা দিবস পালন করা হয়। সহযোগিতায় ছিল লসঅ্যাঞ্জেলেস সিটি আওয়ামী লীগ, স্টেট মহিলা আওয়ামী লীগ ও স্টেট যুবলীগ।
ক্যালিফোর্নিয়া স্টেট আওয়ামী লীগ সভাপতি শফিকুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ডা. রবি আলমের সঞ্চালনায় জাতীয় চার নেতার স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বঙ্গতাজ তাজউদ্দিন আহমদের সুযোগ্য কন্যা শারমিন আহমদ রিপি। বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা মুস্তাইন দারা বিল্লাহ। বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার সম্মানে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
আলোচনা সভায় অংশ নিয়ে বক্তারা বলেন, মহান স্বাধীনতা যুদ্ধ এবং বাংলাদেশের সূচনালগ্নে দেশ ও সরকার গঠনে সৈয়দ নজরুল ইসলাম, ক্যাপ্টেন মনসুর আলী, তাজউদ্দীন আহমদ এবং এএইচএম কামারুজ্জামানের অবদান, ত্যাগ ও সাহসিকতা দেশের ইতিহাসে সমুজ্জ্বল হয়ে থাকবে।
প্রধান অতিথির বক্তব্যে শারমিন আহমেদ রিপি তাঁকে আমন্ত্রণ জানানোর জন্য আয়োজকদের ধন্যবাদ জানান। তিনি তাঁর পিতা তাজউদ্দীন আহমদের সহজ-সরল জীবনযাপনের বর্ণনা দেন এবং নতুন প্রজন্মকে জাতীয় চার নেতা সম্পর্কে গভির ভাবে অধ্যয়ন করার আহবান জানান। তিনি জেলহত্যার উপর রচিত তাঁর কযেকটি বইয়ে অটোগ্রাফ দেন।
বক্তব্য রাখেন, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি নজরুল আলম, সাধারণ সম্পাদক রানা মাহমুদ, স্টেট আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি শামীম হোসেন, সহসভাপতি নাজমুল চৌধুরী, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম পাপ্পু, সাংগাঠনিক সম্পাদক আলী আহমদ ফারিস, উপদেষ্টা ফিরোজ আলম, সাবেক সভাপতি সোহেল রহমান বাদল, আওয়ামী লীগ নেতা জহিরউদ্দিন, অসিতি বড়ুয়া, শামসুল আরেফিন বাবুল, সামসুর রহমান চৌধুরী পনির, লসঅ্যাঞ্জেলেস সিটি আওয়ামী লীগের সভাপতি মাহাতাব উদ্দিন টিপু, যুগ্ম সম্পাদক একরামুল হক বাবু, স্টেট যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি আজিজ মোহাম্মদ হাই, সাধারণ সম্পাদক সোহেল ইসলাম, সহসভাপতি ফয়েজউদ্দিন, সাংগাঠনিক সম্পাদক নাহিদ হাসান রুবেল, যুগ্ম সম্পাদক আফরোজ আলম জয়, হেলাল উদ্দিন প্রমুখ।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন