মুজিব আদর্শে উজ্জীবিত হয়ে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সমৃদ্ধশালী বাংলাদেশ রচনায় প্রবাস থেকে সর্বাত্মক সমর্থনের সংকল্প ব্যক্ত করা হলো হলো পেনসিলভেনিয়া স্টেট আওয়ামী লীগ কর্তৃক ‘মুজিববর্ষ উদযাপনী’ সমাবেশে।
৩১ অক্টোবর রাতে ফিলাডেলফিয়ার নরিশটাউনে দেশী ভিলেজ রেস্টুরেন্টে স্বাস্থ্যবিধি মেনে এ সমাবেশে সভাপতিত্ব করেন হোস্ট সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু তাহের মিয়া।
প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান। আয়োজক সংগঠনের সেক্রেটারি আবু সাঈদ খানের সঞ্চালনায় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবের জীবনী ও আদর্শ প্রবাসেও উজ্জীবিত রাখার প্রত্যয় ব্যক্ত করে আরো বক্তব্য দেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নির্বাহী সদস্যা শাহানারা রহমান, পেনসিলভেনিয়া স্টেট আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল হাই মিয়া, গীতিকার গাজী আব্দুর রাজ্জাক, কমিউনিটি লিডার ড. আশীষ রয়, মিজানুর রহমান চৌধুরী,এস জামান খান, রোটারিয়ান লোকমান হোসেন রাজু, বীর মুক্তিযোদ্ধা তৌহিদুর রহমান মজুমদার, ইকবাল হোসেন, বিপ্লব কুমার রায়, যুগ্ম সম্পাদক লাবলু মিয়া। বিশিষ্টজনদের মধ্যে আরো ছিলেন সাংগঠনিকসম্পাদক হারুন অর রশীদ, আসাদুজ্জামান শামীম, সেলিম রেজা, মাজেদ রাজ্জাক বাবু, ফিলাডেলফিয়াস্থ ট্রাই কাউন্টি আওয়ামী লীগের সেক্রেটারি তোজাম্মেল হক তোজা, নাহিদ রেজা, পেনসিলভেনিয়া স্টেট আওয়ামী লীগের নির্বাহী সদস্য জনি শিকদার প্রমুখ। বিভিন্ন স্তরের প্রবাসী নেতৃবৃন্দও ছিলেন এ সমাবেশে।
প্রধান অতিথি তার ভাষণে বলেছেন, করোনার তাণ্ডবের মধ্যেই মুজিববর্ষ উদযাপনে এ আয়োজনের মধ্যদিয়ে পেনসিলভেনিয়া স্টেট আওয়ামী লীগ দলীয় কর্মকাণ্ডে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলো। নেতৃবৃন্দের প্রতি আমার আহবান থাকবে সাংগঠনিক কর্মকাণ্ড এমন সুশৃঙ্খলভাবে পরিচালনা করলে সত্যিকার অর্থেই আমরা সম্মুখে এগিয়ে যেতে সক্ষম হবো ষড়যন্ত্রকারিদের রুখে দিয়ে। এখন সময় হচ্ছে ঐক্য রচনা এবং বাংলাদেশের উন্নয়নের প্রতি আন্তর্জাতিক জনমত সংহত করার। এ দায়িত্বটি পালন করতে হবে আমাদের সকলকে।
সভাপতির সমাপনী বক্তব্যে আবু তাহের সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা জানান অনুষ্ঠানকে ব্যাপকভাবে সাফল্য মণ্ডিত করার জন্যে। বীর মুক্তিযোদ্ধা আবু তাহের মুজিব আদর্শে উজ্জীবিত সকলকে ঐক্যবদ্ধ থাকার উদাত্ত আহবান জানান। বাংলাদেশের বৃহত্তর স্বার্থে সকলকে একাত্তরের চেতনায় কাজ করার অনুরোধও করেন। এ সময় মুজিববর্ষ স্মরণে কেক কাটেন নেতৃবৃন্দ। এর আগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি প্রদর্শন করেন সকলে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন