জেল হত্যা দিবস উপলক্ষে মঙ্গলবার স্থানীয় একটি মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ আওয়ামী লীগ কাতার কেন্দ্রীয় কমিটি।
কাতার আওয়ামী লীগের সভাপতি শফিকুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কমিউনিটির সভাপতি প্রকৌশলী আনোয়ার হোসেন আকন।
যুগ্ম সাধারণ সম্পাদক বদরুল আলমের সঞ্চালনায় জেলহত্যা দিবসে স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু রায়হান, সিনিয়র সহসভাপতি আবুল কাসেম, সাংগঠনিক সম্পাদক মোল্লা মোঃ রাজিব রাজ।
এ সময় আরো বক্তব্য রাখেন সহসভাপতি মাহবুব আলম, ইঞ্জিনিয়ার আব্দুল ওদুদ, উপদেষ্টা এনামুল হক এনাম, উপদেষ্টা হাছিবুর রহমান, যুগ্ন সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রিপন, যুগ্ন সাধারণ সম্পাদক মালেক আহমেদ ও শেখ আহাদ, দেলোয়ার হোসেন, সাইফুর রহমান সবুজ, সুমন মিয়া, মোহাম্মদ শাহজাহান, মাহফুজুর রহমান, আবু ইউসুফ বাবুলসহ আরো অনেকেই।
জাতীয় চার নেতা ও সংগঠনের উপদেষ্টা হাসিবুর রহমানের মায়ের মৃত্যুতে দোয়া পরিচালনা করেন মাওলানা হাছিবুর রহমান।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন