জেলহত্যা দিবস স্মরণে ওয়াশিংটন ডিসিতে ৩ নভেম্বর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহযোগিতায় মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগের উদ্যোগে ভার্জিনিয়ার লী হাইওয়েতে একটি রেস্টুরেন্টে দোয়া মাহফিল এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
হোস্ট সংগঠনের সহ-সভাপতি নুরল আমিন নুরুর সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক কামাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠান শুরু হয় জেলহত্যার ভিকটিমদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা ও মোনাজাতের মাধ্যমে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা ও সাংবাদিক হারুন চোধুরী।
অনুষ্ঠানে নেতৃবৃন্দের মধ্যে আরো উপস্থিত ছিলেন মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, দপ্তর সম্পাদক আসিফ, নাজমুল হাসান, শাহাদাত হোসেন মিরাজ, মেট্রো ওয়াশিংটন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবুল হোসেন শিকদার, সহ সভাপতি সিরাজুল হক।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন