কাতারে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জসিম উদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) কাতার চ্যাপ্টার।
সম্প্রতি অনুষ্ঠিত এ মতবিনিময়ে উপস্থিত ছিলেন আইডিইবি কাতার চ্যাপ্টারের সভাপতি জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন, সহ-সভাপতি মোহাম্মদ আবদুল মুকিত, সহ-সভাপতি আমানত হোসেন, সহ-সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, অর্থ সম্পাদক মোহাম্মদ ফৌজুল আজীম, সদস্য খোরশেদ আহমেদ, নুরুল আলম এবং উপদেষ্টা জহুরুল হক, খন্দকার ওয়াহেদুল আলম।
এর কার্যকরী কমিটির সদস্য ও উপদেষ্টা রাষ্ট্রদূত জসিম উদ্দিনকে ফুলেল তোড়া দিয়ে শুভেচ্ছা ও স্বাগতম জানান।
আইডিইবি কাতার চ্যাপ্টারের বিভিন্ন কর্মসূচির পাশাপাশি প্রবাসীদের নানাবিধ সমস্যা, সম্ভাবনা নিয়ে খোলামেলা আলোচনা হয় রাষ্ট্রদূতের সঙ্গে। তাছাড়া দেশে আটকা পড়া প্রবাসীদের দ্রুত ফিরিয়ে আনতে রাষ্ট্রদূতকে জানান সংগঠনের নেতৃবৃন্দ। উপস্থিত থেকে সবার মতামত লিপিবদ্ধ করেন দূতালয় প্রধান ও প্রথম সচিব মোহাম্মদ মাহবুর রহমান।
সংগঠনের সহ-সভাপতি মোহাম্মদ আবদুল মুকিত কমিটির পক্ষ থেকে বর্তমান কমিটির লিস্ট ও নতুন স্মরণিকা দি হুইল বইটি রাষ্ট্রদূতের কাছে হস্তান্তর করেন।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ