সিঙ্গাপুরে করোনা আক্রান্ত হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণ থেকে ফিরে আসা বাংলাদেশি অভিবাসী কর্মী রাজু সরকারের পাশে দাঁড়াল সিঙ্গাপুরস্থ বাংলাদেশ হাইকমিশন।
শুক্রবার রাতে হাইকমিশনে এক কুশল বিনিময় সভায় রাজু সরকারের স্বাস্থ্যের ব্যাপারে খোঁজ-খবর নেন হাইকমিশনার মো. তৌহিদুল ইসলাম। তিনি তার চিকিৎসাসহ সার্বিক সহযোগিতা প্রদানের জন্য সিঙ্গাপুর সরকার ও সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।
উল্লেখ্য, বাংলাদেশ হাইকমিশন শুরু থেকেই রাজুর চিকিৎসার বিষয়ে সিঙ্গাপুর সরকার, নিয়োগকারী কোম্পানি, হাসপাতাল, তার পরিবার ও নিকট-আত্মীয় এবং সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে নিবিড় যোগাযোগ রক্ষা করে আসছে।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ