‘বাংলাদেশে আটকেপড়া প্রবাসীদের আজ যেন ঈদের দিন। ‘ভিসা নিষেধাজ্ঞা’ পরিস্থিতি জানার জন্য যখনই রাষ্ট্রদূতকে ই-মেইল করতাম, তখনই তিনি এর জবাব দিয়ে আশ্বস্ত করতেন। কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখার বিষয়েও বলতেন। ধন্যবাদ প্রিয় অভিভাবক।’
আবেগাপ্লুত হয়ে কথাগুলো বলছিলেন, দেশে ছুটিতে গিয়ে আটকেপড়া এক বাংলাদেশি। তিনি বলেন, ‘ভিসা নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি সর্বপ্রথম দক্ষিণ কোরিয়ার সরকার সিউলে বাংলাদেশ দূতাবাসকে জানায়। এরপর দূতাবাসের মাধ্যমে আমরা জানতে পারি। এই দিনটার জন্য অপেক্ষায় ছিলাম আমরা হাজারও প্রবাসী বাংলাদেশি।’
বাংলাদেশের ওপর ‘ভিসা নিষেধাজ্ঞা’ তুলে নিয়েছে দক্ষিণ কোরিয়া। সোমবার (৮ ফেব্রুয়ারি) থেকে শিক্ষার্থীসহ বাংলাদেশিরা এমপ্লয়মেন্ট পারমিট সিস্টেমে (ইপিএস) ভিসার জন্য আবেদন জমা দিতে পারবে। তাই সরকারের কূটনৈতিক প্রচেষ্টা ও রাষ্ট্রদূত আবিদা ইসলামের প্রশংসায় পঞ্চমুখ কোরিয়ায় প্রবাসী বাংলাদেশিরা।
নিরবচ্ছিন্ন কূটনৈতিক প্রচেষ্টার ফলস্বরূপ দক্ষিণ কোরিয়ার সরকার সম্প্রতি বাংলাদেশের নাগরিকদের ওপর আরোপিত ভিসা নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে। ঢাকায় দক্ষিণ কোরিয়ার দূতাবাস গতকাল এক কূটনৈতিক চিঠির মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয়কে এ বিষয়ে অবহিত করে।
ফলে ৮ ফেব্রুয়ারি হতে পুনরায় প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে কোরিয়া গমনেচ্ছু বাংলাদেশি নাগরিকরা ঢাকায় দক্ষিণ কোরিয়ার দূতাবাসের মাধ্যমে ভিসার আবেদন করতে পারবেন। এমনটি নিশ্চিত করা হয়েছে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফেসবুক পেজেও।
বিডি প্রতিদিন/ফারজানা