মালয়েশিয়ায় বসবাসকারী বিদেশি নাগরিকরা জাতীয় টিকাদান কর্মসূচির আওতায় করোনার ভ্যাকসিন বিনামূল্যে পাবেন বলে সিদ্ধান্ত নিয়েছে দেশটির মন্ত্রিসভা। এর মধ্যে কূটনীতিক, প্রবাসী, শিক্ষার্থী, বিদেশি পত্নী ও শিশু, বিদেশি কর্মী এবং ইউএনএইচসিআর কার্ডধারীরা অন্তর্ভুক্ত থাকবেন।
বিষয়টি নিশ্চিত করে টুইটার বার্তায় বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবন মন্ত্রী খয়েরি জামালউদ্দিন বলেন, নীতিগতভাবে মন্ত্রিপরিষদ অনিবন্ধিত বিদেশিদেরও বিনামূল্যে ভ্যাকসিন সরবরাহ করতে সম্মত হয়েছে। এটি কীভাবে বাস্তবায়ন করা যায় সে সম্পর্কে দায়িত্বরত কর্তৃপক্ষ আরও আলোচনা করবে। আমরা রাজ্য সরকার, বিদেশি দূতাবাস ও এনজিওগুলোতে সহায়তা করার জন্য পৌঁছে যাব।
তিনি আরও যোগ করেছেন, প্রথমে মালয়েশিয়ানদের অগ্রাধিকার দেওয়া হবে এবং বিদেশিরা কীভাবে এই টিকা দেবে সে সম্পর্কে বিস্তারিত পরে ঘোষণা করা হবে। এটি বিনাখরচে দেওয়ার সিদ্ধান্ত হলো, কারণ মালয়েশিয়ার প্রাপ্ত কোভিড-১৯ ভ্যাকসিনের সরবরাহ পর্যাপ্ত।
বৃহস্পতিবার মালয়েশিয়ার করোনার ভ্যাকসিন সরবরাহের অ্যাক্সেস গ্যারান্টি কমিটি গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে, মালয়েশিয়ানরা ভ্যাকসিন গ্রহণের ক্ষেত্রে অগ্রাধিকার পাবে। তবে টিকা দেওয়ায় বিদেশিদের অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত এই কর্মসূচির সাফল্যের মূল চাবিকাঠি।
বিডি প্রতিদিন/এমআই