বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে মার্কিন কংগ্রেসে গৃহীত রেজ্যুলেশনে বাংলাদেশের মানুষকে অভিনন্দন জানানো হয়েছে। এছাড়া বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় প্রদানের জন্য বাংলাদেশকে বিশেষভাবে সম্মান জানানো এবং বাংলাদেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী গণতান্ত্রিক সরকারের প্রতি নীতিগত সমর্থন জানানোর কথা বলা হয়েছে।
মার্কিন কংগ্রেসে সবচেয়ে আলোচিত নিউইয়র্কের জ্যাকসন হাইটস এলাকা থেকে নির্বাচিত কংগ্রেসওম্যান (ডেমক্র্যাট) আলেক্সান্দ্রিয়া ওকাসিয়ো-করটেজ, প্রতিনিধি পরিষদে পররাষ্ট্র বিষয়ক কমিটির চেয়ারম্যান কংগ্রেসম্যান গ্রেগরী মিক্স, মিশিগানের কংগ্রেসওম্যান রাশিদা তাইয়্যিব এবং ক্যালিফোর্নিয়ার কংগ্রেসম্যান জিমি গোমেজ ‘কমেমর্যাটিং দ্য ফিফটিয়েথ এ্যানিভার্সারি অব বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্স’ শিরোনামে এই রেজ্যুলেশন উত্থাপন করা হয় ১৬ মার্চ।
রেজ্যুলেশনের শুরুতে ১৯৭১ সালের ২৬ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার ঘোষণার তথ্য উল্লেখ করে বাংলাদেশের স্বাধীনতার জন্যে ত্যাগ স্বীকারকারী বীর মুক্তিযোদ্ধাদের সাহসেরও বিশেষ প্রশংসা করা হয়েছে। একইসাথে গণতন্ত্রের জন্য যারা জীবন বিলিয়ে দিয়েছেন তাদেরকেও স্মরণ করা হয়েছে।
উল্লেখ্য, এর আগে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং জাতিরপিতার জন্মশত বার্ষিকী উপলক্ষে বাংলাদেশের মানুষকে অভিনন্দন এবং জাতিরজনকের কন্যা শেখ হাসিনার নেতৃত্বে গোটাবিশ্বে বাংলাদেশ উন্নয়নের রোল মডেলে পরিণত হবার কথা উল্লেখ করে প্রথমে জর্জিয়া স্টেট পার্লামেন্ট এবং পরবর্তীতে নিউজার্সি স্টেট পার্লামেন্টে রেজ্যুলেশন পাশ হয়েছে। এসব রেজ্যুলেশন পাশের ব্যাপারে যুক্তরাষ্ট্র সেক্টর কমান্ডারস ফোরাম, যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু ফাউন্ডেশন, যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদ এবং বাংলাদেশ লিবারেশন ওয়্যার ভেটার্নস’৭১ সম্মিলিতভাবে চেষ্টা করেছে। কংগ্রেস এবং স্টেট পার্লামেন্টসমূহে সমন্বয় করেছেন বীর মুক্তিযোদ্ধা লাবলু আনসার। শীঘ্রই আরো কটি স্টেটে বাংলাদেশকে অভিনন্দন জানিয়ে রেজ্যুলেশন হচ্ছে বলে সংশ্লিষ্টরা উল্লেখ করেছেন।
কংগ্রেসে এই রেজ্যুলেশনের ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালনকারি কংগ্রেসওম্যান করটেজ ও তার ডিস্ট্রিক্ট অফিসকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছেন বীর মুক্তিযোদ্ধা ড. নূরুননবী, বীর মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদ, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খান মিরাজ, বীর মুক্তিযোদ্ধা লাবলু আনসার, যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সেক্রেটারি আব্দুল কাদের মিয়া।
বিডি প্রতিদিন/হিমেল