বাংলাদেশ দূতাবাস আংকারায় গণহত্যা দিবস-২০২১ পালিত হয়েছে। আজ সকালে তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মস্য়ূদ মান্নান এসডিসির নেতৃত্বে দুতাবাসের কর্মকর্তা/কর্মচারীবৃন্দ দূতাবাস প্রাঙ্গণে বঙ্গবন্ধুর আবক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন। করোনা সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে অনুষ্ঠানটি আয়োজন করা হয়।
অনুষ্ঠানের প্রারম্ভে দূতাবাসের বিজয়-৭১ মিলনায়তনে শহীদদের স্মৃতির স্মরণে শিশু কিশোরদের সমন্বয়ে আলোক বাতি প্রজ্জ্বলন করা হয়। মূল অনুষ্ঠানের শুরুতে রাষ্ট্রদূতের ব্যক্তিগত কর্মকর্তা জনাব আবুল বাশার কুরআন থেকে তিলওয়াত করে শুনান এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত পাঠ করেন। এরপর ২৫ মার্চ কালরাতে এবং মুক্তিযুদ্ধে সকল শহীদদের স্মরণে উপস্থিত সকলে দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করেন। দিবসটি উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক প্রেরিত বাণী পাঠ করেন মান্যবর রাষ্ট্রদূত মস্য়ূদ মান্নান এনডিসি এবং ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন মিনিস্টার ও মিশন উপ-প্রধান মো. রইস হাসান সরোয়ার। এ সময় দিবসটি উপলক্ষে ২৫ মার্চ কালরাত্রের উপর নির্মিত প্রামাণ্যচিত্র স্টপ জেনোসাইড প্রদর্শিত হয়।
গণহত্যা দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরতে দূতাবাসের বিজয়-৭১ মিলনায়তনে সংক্ষিপ্ত পরিসরে একটি আলোচনা সভা অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাষ্ট্রদূত মস্য়ূদ মান্নান এসডিসি তাঁর স্বাগত বক্তব্যের শুরুতে ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে পাকিস্থানী হানাদার বাহিনীর কর্তৃক পরিচালিত অপারেশন সার্চ লাইটকে পৃথিবীর জঘন্যতম এবং ইতিহাসে বিরল হত্যাযজ্ঞ হিসেবে অবিহিত করেন। তিনি ২৫ মার্চ কালরাতে এবং মহান মুক্তিযুদ্ধে সকল শহীদের আত্মার প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন।
তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সকল সদস্যেদের প্রতিও বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন। তিনি গণহত্যা দিবসের ৫০ বছর পূর্তিতে প্রয়োজনে সর্বোচ্চ আত্মত্যাগের বিনিময়ে স্বাধীনতাকে সম্মুন্নত রাখতে এবং মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে জাতির জনক বঙ্গবন্ধুর উন্নত-সমৃদ্ধ সোনার বাংলা বিনির্মাণের স্বপ্ন বাস্তবায়ণের আহবান জানান।
এছাড়া তিনি বাংলাদেশের চলমান উন্নয়ন কর্মকান্ডে বঙ্গবন্ধুর সুযোগ্যা কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন। তিনি মুক্তিযুদ্ধের চেতনায় ও বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশকে সমৃদ্ধের সোপানে এগিয়ে নিতে দেশে বিদেশে অবস্থানরত সকল বাংলাদেশীকে ভূমিকা রাখারও আহবান জানান।
এছাড়া সকালে রাষ্ট্রদূত দূতাবাস চত্বরে ২৫ মার্চ কালরাতে পাকিস্থানী হানাদার বাহিনীর দ্বারা পরিচালিত অপারেশন সার্চ লাইট-এ হত্যাযজ্ঞের শিকার শহীদদের স্মরণে “বঙ্গবন্ধু ও বাংলাদেশ” শীর্ষক চিত্র প্রদর্শনীর শুভ উদ্বোধন করেন।
বিডি প্রতিদিন/আল আমীন