কাতারে হঠাৎ করে আবারো করোনা সংক্রমণ বেড়ে যাওয়া কঠোর বিধিনিষেধ আরোপ করেছে দেশটি। প্রতিদিন আক্রান্তের সংখ্যা ৭শ’ থেকে ৮শ' ছাড়িয়ে যাচ্ছে পাশাপাশি মৃত্যুর সংখ্যাও বেড়ে চলেছে কাতারে। তাই যে কোন সময়ে লকডাউনের ঘোষণার আহ্বান জানিয়েছে কাতারের স্বাস্থ্য বিষয়ক কর্মকর্তা আহমেদ আল মোহাম্মদ।
এ অবস্থায় রেস্তোরাঁ, সেলুন, জিম ও শপিংমলসহ বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানের বিধিনিষেধ আরোপ করে সীমিত করা হয়েছে। অন্যদিকে, এক জরুরী ভিডিও বার্তায় বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর ড. মুস্তাফিজুর রহমান বলেছেন, কাতারে করোনার সংক্রমণ ক্রমাগত বেড়ে যাচ্ছে। এ প্রেক্ষিতে আপনার স্বাস্থ্য সুরক্ষার জন্য দূতাবাসের পক্ষ হতে কিছু স্বাস্থ্যবিধি প্রতিপালনে সবিনয় অনুরোধ রাখছি। কাতার সরকার ঘোষিত বিধিনিষেধ এবং নিয়মাবলী যথাযথভাবে অনুসরণ করুন।
তিনি বলেন, সামাজিক দূরত্ব বজায় রাখুন, অযথা ঘোরাঘুরি বন্ধ রাখুন। জনাকীর্ণ স্থান এড়িয়ে চলুন, ঘরের বাইরে অবশ্যই মাস্ক পরিধান করুন। আপনার জেনে রাখা উচিত ঘরের বাইরে মাস্ক পরিধান না করলে সর্বোচ্চ ২ লক্ষ কাতারি রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে।
এছাড়া অবশ্যই নিয়মিত হাত ধৌত করুন, হাত না ধুয়ে চোখ ও মুখ স্পর্শ করা থেকে বিরত থাকুন। করোনার লক্ষণ দেখা দিলে অবশ্যই আপনি ১৬০০০ হেল্প লাইনে যোগাযোগ করুন। কাতার সরকার সকলের জন্যে বিনামূল্যে ভ্যাকসিন প্রদান করছে তাই আপনি কাতারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েব সাইট www.moph.gov.qa ব্যবহার করে করোনা টিকা প্রাপ্তির জন্য অনলাইনে রেজিস্ট্রেশন করুন বলেও উল্লেখ করেন ড. মুস্তাফিজুর রহমান।
তিনি বলেন, জনগণকে সেবা করার জন্য সরকার দৃঢ় প্রতিজ্ঞ। দেশ ও সরকারের প্রতিনিধি হিসেবে দূতাবাস আপনাদের সর্বোচ্চ সেবা দিতে বদ্ধ পরিকর। আপনার যেকোনো প্রয়োজনে দূতাবাসের হেল্প লাইন নম্বর ৩৩৬৬২০০০-এ ফোন করুন অথবা একই নম্বরে হোয়াটসঅ্যাপ মেসেজ দিন।
বিডি-প্রতিদিন/শফিক