ফ্রান্সের প্যারিসে সড়ক দুর্ঘটনায় সিলেটের এক প্রবাসীর মৃত্যু হয়েছে। সাইফ উদ্দিন (৫০) নামের ওই প্রবাসী সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার ছত্রিশ গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে ফ্রান্সে রেস্টুরেন্ট ব্যবসা করে আসছেন।
প্যারিসে অবস্থানরত সাইফ উদ্দিনের কয়েকজন বন্ধু জানান, গতকাল শুক্রবার রাত ৯টায় প্যারিসে মেট্রো ট্রেনের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/আবু জাফর