মাদক ব্যবসাসহ অসামাজিক কার্যকলাপে লিপ্তদের পুলিশে দেয়ার হুমকি দিয়ে হামলার শিকার হয়েছেন আটলান্টিক সিটির কাউন্সিলম্যান মোহাম্মদ মোর্শেদ। বাংলাদেশি-আমেরিকান মোর্শেদকে নিকটস্থ হাসপাতালে ভর্তির দু'দিন পর গতকাল শনিবার (১৭ জুলাই) তার ডান চোখে অস্ত্রোপচার করা হয়েছে। তার মুখেও প্রচন্ড আঘাতের চিহ্ন রয়েছে। অপরদিকে, হামলাকারীরা ধরাছোঁয়ার বাইরে রয়েছে।
সাম্প্রতিক সময়ে এশিয়ানদের ওপর সন্ত্রাসী হামলার ধারাবাহিক ঘটনা এটি। আর আগের মতোই আটলান্টিক সিটি মেয়রসহ পুলিশ প্রশাসন নির্বিকার রয়েছে বলে অভিযোগ উঠেছে। শনিবার রাতে স্থানীয় ইসলামিক সেন্টারে কমিউনিটির সর্বস্তরের নেতৃবৃন্দের এক সমাবেশে আরও অভিযোগ করা হয়েছে যে, মূলধারার রাজনীতিতে বাংলাদেশি-আমেরিকানদের ক্রমাগত উত্থানে বিশেষ একটি গোষ্ঠি সহ্য করতে পারছে না। ঐ গোষ্ঠির মদদে এবং স্থানীয় প্রশাসনের রহস্যজনক নিরবতায় ডেমক্র্যাটিক পার্টির এই কাউন্সিলম্যান আক্রান্ত হলেন।
আটলান্টিক সিটি প্রেসক্লাবের সভাপতি আকবর হোসাইন এ সমাবেশে আরও উল্লেখ করেন, গত ৬ মাসে এ ধরনের অন্তত ৮টি আক্রমণ ঘটেছে কমিউনিটির ওপর। ব্যবসা-প্রতিষ্ঠানেও হামলা ও লুটপাট করা হয়েছে। অথচ এখন পর্যন্ত কেউই গ্রেফতার হয়নি। এ অবস্থায় জনমনে আতঙ্ক বিরাজ করছে। করোনায় ক্ষত-বিক্ষত মানুষেরা যখন স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা চালাচ্ছে, তখন এমন বর্নবিদ্বেষমূলক হামলার ঘটনায় সকলেই নিরাপত্তাহীনতায় পড়েছেন বলে অভিযোগ করা হয় এই মতবিনিময় সমাবেশে।
হাসপাতালে চিকিৎসাধীন কাউন্সিলম্যান মোর্শেদের সর্বশেষ অবস্থার উদ্ধৃতি দিয়ে নেতৃবৃন্দরা জানান, নিউজার্সি স্টেটের আটলান্টিক সিটির মসজিদ আলহেরায় এশার নামাজ শেষে গত বৃহস্পতিবার রাত পৌনে ১১টায় পার্শ্ববর্তী পার্কিং লটে নিজ গাড়ির কাছে গিয়ে তিনি দেখতে পান যে, একদল বখাটে মাদক বিক্রিসহ অবৈধ কাজে লিপ্ত। এলাকার নির্বাচিত কাউন্সিলম্যান হিসাবে তিনি বখাটেদের ঐ স্থান থেকে চলে যাওয়া এবং এ এলাকায় ভবিষ্যতে অবৈধ কর্মকাণ্ড না করার অনুরোধ জানান।
বাকবিতন্ডার এক পর্যায়ে দুর্বৃত্তদের একজন প্রচন্ড বেগে তার মুখে আঘাত করলে তিনি মাটিতে লুটে পড়েন এবং তার মুখমন্ডল থেকে রক্ত ঝরতে থাকে। এসময় মসজিদ থেকে একজন মুসল্লী বের হলে ঘটনাটি দেখতে পান এবং তাৎক্ষনিকভাবে ৯১১-এ কল করলে টহল পুলিশ এসে তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে যায়। তার ডান চোখের অবস্থা গুরুতর। শনিবার অপরাহ্নে সার্জারী করা হয়েছে বলে স্বজনেরা জানান।
আটলান্টিক সিটি পুলিশের তদন্ত কর্মকর্তারা শনিবার রাতে জানিয়েছেন, দুর্বৃত্তরা বাইরে থেকে এসেছিল। অপকর্ম করেই চম্পট দিয়েছে। তবে তাদেরকে শনাক্তের চেষ্টা চলছে বলেও উল্লেখ করেছে পুলিশ প্রশাসন।
নির্বাচিত জনপ্রতিনিধি আক্রান্ত হবার সংবাদ শোনার পর থেকে আটলান্টিক সিটিতে বসবাসরত বাংলাদেশিরা চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন। আটলান্টিক সিটির বিভিন্ন সামাজিক এবং রাজনৈতিক সংগঠনগুলো এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে এবং অবিলম্বে সন্ত্রাসীদেরকে খুঁজে বের করে বিচারের আওতায় আনার দাবিতে শনিবার রাতে এক বৈঠকে মিলিত হন।
আটলান্টিক সিটি সফররত বাংলাদেশের সিনিয়র সাংবাদিক ও বাংলাদেশ প্রেসক্লাব অব আটলান্টিক সিটির প্রতিষ্ঠাতা সভাপতি হেমায়েত হোসেন, আটলান্টিক সিটি বাংলদেশি বিজনেস এসোসিয়েশনের সভাপতি সালেহ আহমেদ লিটন, আটলান্টিক সিটির স্কুল বোর্ডের প্রাক্তন ভাইস চেয়ারম্যান এবং বর্তমান সদস্য ফারুক হোসেন এবং আটলান্টিক সিটির স্কুল বোর্ডের সদস্য শহিদুল ইসলাম লিটন নিজ নিজ প্রতিক্রিয়ায় বলেন, যেখানে সিটির আইন প্রনেতারা নিরাপাত্তাহীনতায় ভুগছেন, সেখানে এশিয়ানদের অবস্থা কতটুকু খারাপ হতে পারে তা সহজে অনুমান করা যায়।
এসময় তারা অবিলম্বে এশিয়ানসহ সকল নাগরিকের নিরাপত্তা বিধানের জন্য সিটি প্রশাসন এবং পুলিশ প্রশাসনের কাছে জোরালো দাবি জানান। তারা বলেন, গত কয়েক মাস ধরে বাংলাদেশি অধ্যুষিত এলাকা জর্জিয়া এভিনিউ থেকে ক্যালিফোর্নিয়া এভিনিউ পর্যন্ত সন্ত্রাসী কর্মকাণ্ড অব্যহত রয়েছে। কিন্তু সিটি প্রশাসনের পক্ষ থেকে কোন রকম কারযকর ব্যবস্থা নেয়া হয়নি। বর্তমানে কাউন্সিলম্যান মোরশেদের উপর হামলার ঘটনায় আমরা তীব্র নিন্দা প্রকাশ করে যথাযথ ব্যবস্থা নেয়ার জন্য সিটি প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি।
এদিকে, মোরশেদের সুস্থতার জন্য সবাইকে দোয়া করার জন্য কমিউনিটির সবার কাছে অনুরোধ জানিয়েছেন তার পরিবার। শনিবার সন্ধ্যায় ইসলামিক সেন্টারে অনুষ্ঠিত মতবিনিময় সমাবেশে এমন আক্রমণের সাথে জড়িতদের শনাক্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তির জন্যে সিটি প্রশাসনের ওপর চাপ প্রয়োগে ঐক্যবদ্ধ থাকার সংকল্প ব্যক্ত করা হয়।
এ সভায় নেতৃবৃন্দের মধ্যে ছিলেন সিটি কাউন্সিল প্রেসিডেন্ট জর্জ তিব্বিত, কাউন্সিলম্যান আঞ্জুম জিয়া, এশিয়ান সোসাইটি অব আটলান্টিক সিটির প্রেসিডেন্ট সুমন মজুমদার, আটলান্টিক সিটি এডুকেশন বোর্ডের মেম্বার ফারুক হোসেন, বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির প্রেসিডেন্ট জহিরুল ইসলাম বাবুল, ইসলামিক সেন্টার অব আটলান্টিক সিটির প্রতিষ্ঠাতা ইকবাল হোসেন, প্রেসক্লাবের প্রেসিডেন্ট আকবর হোসেন, কমিউনিটি লিডার মাহবুবুর রহমান, সোহাগ করিম, মোহাম্মদ সিদ্দিক, এস এম ইসলাম. মুবারক আহমেদ, আসিফ হোসেন, আমজাদ হোসেন এবং শরিফ হোসেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ আল সিফাত