কঠোর শ্রম আর মেধার বিনিয়োগ ঘটিয়ে মার্কিন মূলধারার চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রি-তে পরিচালনা পর্ষদে ঠাঁই পাওয়ায় আকতার হোসেন বাদলকে বিভিন্ন শ্রেণি-পেশার প্রবাসীরা বিপুল সংবর্ধনা জানালেন।
রবিবার সন্ধ্যায় নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে পালকি পার্টি সেন্টারে যুক্তরাষ্ট্র বিএনপির ব্যানারে অনুষ্ঠিত এ সংবর্ধনা সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক রাব্বী মোহাম্মদ খোকন।
প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী এবং যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক দেলোয়ার হোসেন।
যুক্তরাষ্ট্র জাতীয়তাবাদি ফোরামের নেতা সারোয়ার খান বাবুর সঞ্চালনায় এ গণসংবর্ধনা-সমাবেশে বিশেষ বক্তা ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য এবং নড়াইল জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গির আলম। বাদলকে অভিনন্দন জানিয়ে আরো বক্তব্য রাখেন বিএনপি নেতা গিয়াসউদ্দিন, রাফেল তালুকদার, অধ্যাপক রফিকুল ইসলাম, খন্দকার জগলু, এমরান শাহ রন, আশরাফউদ্দিন ঠাকুর, রফিকুল ইসলাম ডালিম, কমিউনিটি লিডার জামান তপন প্রমুখ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন