নিউইয়র্কে 'বাংলাদেশ কনভেনশনে'র ৫ সেপ্টেম্বরের সমাপনী সন্ধ্যায় ছিলো তিনবাংলা’র পরিবেশনা। এর প্রধান আকর্ষণ ছিলেন প্রবাদপ্রতিম দুই কণ্ঠশিল্পী। একুশে পদকপ্রাপ্ত সৈয়দ আব্দুল হাদী, রেজোয়ানা চৌধুরী বন্যা।
একই সন্ধ্যায় সূচনা অনুষ্ঠান করে তিনবাংলা ইউএসএ। কথা-কবিতায় উদ্বোধন করেন কবি সালেম সুলেরী। স্বাগত বক্তব্য দেন কনভেনশন আহ্বায়ক ডা. চৌধুরী সারোয়ার হাসান। ধন্যবাদ জ্ঞাপনে ছিলেন সদস্যসচিব আলমগীর খান আলম। সঞ্চালনায় তিনবাংলা সম্পাদক কবি রওশন হাসান।
দেশাত্মবোধক সঙ্গীত দিয়ে শুরু হয় অনুষ্ঠানমালা। সমবেত সঙ্গীতে নেতৃত্ব দেন কণ্ঠশিল্পী রোজী আজাদ। পরিবেশিত হয় মুক্তিযুদ্ধের স্মৃতিবাহী মার্কিন কবিতা অ্যালেন গিন্সবার্গের ‘সেপ্টেম্বর অন যশোর রোড’ আবৃত্তি করেন আখতার নাসিমা।
সিএমএইচ-এ চিকিৎসাধীন কবি হেলাল হাফিজের কবিতা পঠিত হয়। ‘কষ্ট’ কবিতাটি শোনান 'মিস বাংলাদেশ' শামসুন এলিট। সুবীর নন্দীর নিকটাত্মীয় আশিস দেবরায়ও গান শোনান। কবি সুলতানা ফেরদৌসী সালেম সুলেরীর উদ্বোধনী কবিতা পড়েন। আবৃত্তি শিল্পী গোপন সাহা শোনান দেশাত্মবোধক কবিতা। মু.নূরুল হুদা’র ‘যতোদূর বাংলা ভাষা ততোদূর বাংলাদেশ’।
উল্লেখ্য, ২০১৬-তে নিউইয়র্কে শুরু হয় 'বাংলাদেশ কনভেনশন। এবার তৃতীয়বারের মতো তিনদিনের কনভেনশন হলো। রিভারক্রুজপূর্ব উদ্বোধনী ৩ সেপ্টেম্বর ছিলো। উদ্বোধক একাত্তরের কন্ঠযোদ্ধা রথীন্দ্রনাথ রায়। মূল অনুষ্ঠানাবলী ছিলো ৪-৫ সেপ্টেম্বর হোটেল ম্যারিয়ট মিলনায়তনে।
বিডি প্রতিদিন / অন্তরা কবির