প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে কেক কাটার মধ্যে দিয়ে উৎসবমুখর পরিবেশে গ্রীস আওয়ামী লীগ এক আলোচনা সভার আয়োজন করেছে। গ্রীস আওয়ামী লীগের সভাপতি মান্নান মাতুব্বরের সভাপতিত্বে আলোচনা সভা সঞ্চালনা সাধারণ সম্পাদক বাবুল হাওলাদার।
এসময় বক্তব্য রাখেন সহ-সভাপতি আতিকুর রহমান শেলু, সহ-সভাপতি মিয়া মিজান, সহ-সভাপতি লোকমান উদ্দিন, সহ-সভাপতি আবিদ হানজালা, সহ-সভাপতি আলমগীর হোসাইন, সহ-সভাপতি নান্নু খালাসী ও মহিলা সম্পাদিকা মৌসুমী পারভীন।
সভায় আরো উপস্থিত ছিলেন গ্রীস যুবলীগের যুগ্ম-আহ্ববায়ক রাসেল মিয়া, এথেন্স মহানগর যুবলীগ গ্রীস শাখার যুগ্ম আহবায়ক ও ইউরো বাংলা প্রেসক্লাব গ্রীস কমিটির সাংগঠনিক সম্পাদক জাবেদ মাহমুদ, গ্রীস ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুমিন খানসহ আওয়ামীলীগের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে দলের যুগ্ম-সাধারণ সম্পাদক রানা মল্লিকের কোরআন তেলাওয়াত ও মোনাজাতের মধ্যে দিয়ে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করা হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার