প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া-মাহফিলের আয়োজন করেছে সৌদি আরব প্রবাসী কুমিল্লা জেলা আওয়ামী লীগ। দেশটির স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে এই আলোচনা সভা ও দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরু কারী শফিউল্লাহ কোরআন তেলাওয়াত করেন। এরপর মূল অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন কুমিল্লা প্রবাসী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ জামাল।
সংগঠনের সভাপতি সাংবাদিক মো. আবুল বশিরের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা প্রবাসী আওয়ামী লীগের উপদেষ্টা ব্যবসায়ী আব্দুর রশিদ ভূঁইয়া।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কুমিল্লা প্রবাসী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বাবু নন্দলাল সরকার, সহ সভাপতি ওবায়দুল হক সুমন ভূঁইয়া, সহ সভাপতি মোহাম্মদ শিপন ভূঁইয়া, সহ সভাপতি জসিম উদ্দিন ভূইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক ভুঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুখ খান, আশরাফুল আলম ভুঁইয়া, যুগ্ম সম্পাদক মোঃ শাহাদাত হোসেন, সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন মোল্লা, সাংগঠনিক সম্পাদক সামিউল বাসির, অর্থ সম্পাদক জসিম উদ্দিন মিলন, প্রচার সম্পাদক সুমন খান ও সাখাওয়াত হোসেন রুবেল সহ অনেকে।
বক্তারা বলেন, শেখ হাসিনার উন্নয়নের গতি ধারা অব্যাহত রাখতে হলে আওয়ামী লীগকে আরও সুসংগঠিত করে আগামী নির্বাচনে আবারও নৌকার প্রতীককে জয়যুক্ত করতে হবে।
বিডি প্রতিদিন/আবু জাফর