যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে রাস্তা পারাপারের সময় গাড়ির চাকায় পিষ্ঠ হয়ে বাংলাদেশি অভিবাসী আহমেদ আইদিদ ভূইয়া ভিকির (২৪) মৃত্যু হয়েছে। ১০ অক্টোবর ভোররাতে এ দুর্ঘটনা ঘটে বলে টটোয়া পুলিশের প্রধান ক্যারমেন ভেনিজিয়ানো জানিয়েছেন। নিউ জার্সির প্যাটারসন সংলগ্ন টটোয়া এলাকায় রুট-৪৬ ওয়েস্ট (৪৬ লাউঞ্জের সামনে) এ ঘটনা ঘটে।
নারায়নগঞ্জের সোনারগাঁওয়ের জামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আনোয়ার জাহিদ ভূইয়া টুলুর জ্যেষ্ঠ পুত্র ভিকি চার মাস আগে বাংলাদেশে গিয়ে বিয়ে করেছেন। বধূকে যুক্তরাষ্ট্রে আনার প্রক্রিয়ার মধ্যেই ঘাতক গাড়ি তার স্বপ্ন ধূলিস্যাৎ করলো।
মা-বাবা ও ছোট ভাইয়ের সাথে নিউইয়র্ক সিটির রিগো পার্কে বসবাসরত ভিকি ২০১৭ সালের জুন মাসে গ্রিনকার্ড পেয়েছিলেন। কাজ করছিলেন অ্যামাজনের স্ট্যাটেন আইল্যান্ড সেন্টারে। সেই সুবাদে ৯ অক্টোবর সহকর্মী বন্ধুর সাথে আড্ডা দিতে পার্শ্ববর্তী নিউ জার্সির প্যাটারসনে গিয়েছিলেন। সেখানে একটি রেস্টুরেন্টে বন্ধুর সাথে গভীর রাত পর্যন্ত আড্ডার দিয়েছিলেন। এক পর্যায়ে বন্ধু আমিনুল ইসলাম রেস্টুরেন্টের বাইরের পার্কিং লটে গাড়িতে ফেরেন। ভিকি তখনো ছিলেন রেস্টুরেন্টেই। গাড়িতে অপেক্ষা করছিলেন বন্ধু আমিনুল। বেশ কয়েক মিনিট পর টহল পুলিশ গাড়ির কাছে এসে একটি ছবি দেখিয়ে পরিচয় জানতে চান। পুলিশের সাথে দৌড়ে গিয়ে ভিকির নিথর দেহ দেখেন।
প্যাসেইক কাউন্টি প্রসিকিউটর ক্যামেলিয়া এম ভ্যাল্ডস জানান, ঘাতক গাড়িটি সেখানেই দাঁড়িয়েছিল। ড্রাইভারও কিংকতর্ব্যবিমূঢ়। ৩১ বছর বয়সী ড্রাইভার নিকটস্থ মরিসটাউনের বাসিন্দা বলেও পুুলিশ উল্লেখ করেছে। তবে তার নাম প্রকাশ করেনি। এই দুর্ঘটনার তদন্ত চলছে বলে রবিবার জানা গেছে। ঘাতক জিপের ড্রাইভারকে তদন্ত শেষে অভিযুক্ত করার সিদ্ধান্ত জানানো হবে বলে উল্লেখ করেছেন পুলিশ কর্মকর্তা।
এদিকে, জ্যেষ্ঠ পুত্রকে হারিয়ে নির্বাক হয়ে পড়েছেন ভিকির মা সায়েকা পারভিন এবং বাবা চেয়ারম্যান আনোয়ার জাহিদ। ভিকির একমাত্র বোন থাকেন ঢাকায়। ময়নাতদন্ত শেষে তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে সোমবার।
এদিকে, ভিকির ঘনিষ্ঠ আত্মীয় সাঈদ ইমতিয়াজ রিগ্যান দুর্ঘটনার সংবাদ জেনে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, রুট ৪৬ ওয়েস্টের যে স্থানে ভিকি মারা গেছেন বলে উল্লেখ করা হচ্ছে, মহাসড়কে ৬০/৬৫ মাইল বেগে গাড়ি চলাচলের মধ্যে প্রথম ও দ্বিতীয় লেন অতিক্রম করে থার্ড লেনে (এক্সপ্রেস লেন) অক্ষত অবস্থায় যাওয়া কোনভাবেই সম্ভব নয়। ভিকি যদি মাতালও হয়ে থাকেন, তাহলে প্রথম লেনেই তার পড়ে থাকার কথা। সাঈদ ইমতিয়াজ কোনভাবেই মেলাতে পারছেন না দুর্ঘটনার সাথে ভিকির সম্পৃক্ততা।
বিডি প্রতিদিন/ফারজানা