২০ অক্টোবর, ২০২১ ১৬:৫৫

নয়া দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনে ঈদে মিলাদুন্নবী উদযাপন

অনলাইন ডেস্ক

নয়া দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনে ঈদে মিলাদুন্নবী উদযাপন

ভারতের নয়াদিল্লীস্থ বাংলাদেশ হাই কমিশনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন করা হয়েছে। গতকাল মঙ্গলবার ১৯ অক্টোবর ভারতের সরকারি ঘোষণা অনুযায়ী ঈদে মিলাদুন্নবী উদযাপিত হয়। 

দূতাবাসের হাই কমিশনার মুহাম্মদ ইমরানের উপস্থিতিতে বিকালে দূতাবাস কার্যালয়ের বঙ্গবন্ধু হল মিলনায়তনে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে এক আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানটি পরিচালনা করেন হাই কমিশনের উপ হাই কমিশনার মো. নুরল ইসলাম। দোয়া অনুষ্ঠানের আগে আয়োজিত অনুষ্ঠানে দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণী পাঠ করে শোনানো হয়।

দূতাবাসের মিনিস্টার (প্রেস) শাবান মাহমুদ রাষ্ট্রপতির বাণী ও প্রথম সচিব (কনস্যুলার) নাছির উদ্দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণী পাঠ করে শোনান।

সবশেষে বিশ্ব শান্তি ও মানবতা প্রতিষ্ঠায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বিডি প্রতিদিন/আবু জাফর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর