সিডনির অ্যাশফিল্ড পার্ক শহীদ মিনারে যথাযোগ্য মর্যাদায় ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন।
রবিবার সিডনিতে একুশে একাডেমী অস্ট্রেলিয়া আয়োজিত আন্তর্জতিক মাতৃভাষা স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় সংগঠনটি।
প্রতি বছর একুশে ফেব্রুয়ারিকে সামনে রেখে ফেব্রুয়ারি মাসে প্রভাতফেরী ও বইমেলার আয়োজন করা হয়। তবে এই বছর করোনা ভাইরাসের বিধিনিষেধের কারণে আয়োজনটি পিছিয়ে রবিবার (২০ মার্চ) অনুষ্ঠিত হয়।
বিডি প্রতিদিন/এমআই