অস্ট্রেলিয়া বহুজাতিক অভিবাসীদের আবাসস্থান। আর এ বহুজাতিক অভিবাসীদের সম্মানে অস্ট্রেলিয়ায় প্রতিবছর মার্চ মাসে ‘হারমনি ডে’ পালিত হয়।
২১ মার্চ (সোমবার) সকাল ১০ টায় সিডনির রিভারউড কমিউনিটি সেন্টারে ক্যান্টারবারি ও বাংকসটাউন হারমনি গ্রুপের অধীনে বার্ষিক হারমনি দিবস অনুষ্ঠিত হয়।
এই গ্রুপের প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট (সিটি কাউন্সিলের কাউন্সিল) ও অনুষ্ঠানের আয়োজক কার্ল সালেহ বক্তব্যে বলেন, হারমনির মাধ্যমে যে কোন জাতিকে আরো সমৃদ্ধ ও শক্তিশালী করে তোলা যায়। বহুজাতিক সংস্কৃতিকে সম্মান ও ভালোবাসা প্রদর্শন করতে হবে।
অনুষ্ঠান উপস্থাপনা করেন ডেভিড ও লোসানা। অনুষ্ঠানের শুরু অস্ট্রেলিয়ার জাতীয় সংগীত দিয়ে এবং পরে বিভিন্ন দেশের সংস্কৃতির পরিচয় তুলে ধরা হয়-গান, নাচ ও পোশাকের মধ্য দিয়ে। আয়োজন মালায় অস্ট্রেলিয়ার আদিবাসী, চাইনিজ, ভিয়েতনামী, আইসল্যান্ডী ও বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন রকমের পারফরমেন্স প্রর্দশন করা হয়।
হারমনি আয়োজনে উপস্থিত ছিলেন ডেভিড কুলম্যান এমপি (মানসিক স্বাস্থ্য ও আত্মহত্যা প্রতিরোধ বিষয়ক সহকারী মন্ত্রী), মার্ক কুরি এমপি (বহুসংস্কৃতি মন্ত্রী এবং সিনিয়র মন্ত্রী), মেয়র কার্ল আসফর (ক্যান্টারবারি বাংকসটাউন কাউন্সিল),
জি সুন (আসন্ন ফেডারেল নির্বাচনের লেবার পার্টির প্রার্থী) ও ক্যাম্পসি পুলিশ কমান্ডডেন্ট এনি লুইস।
এছাড়াও ছিলেন রিভারউড কমিউনিটি সেন্টারের কর্মকর্তাগণ, হারমনি অ্যান্বাসেডর আজাদ খোকন ও হারমনি গ্রুপের স্বেচ্ছাসেবকসহ অন্যান্যরা। রাফেল ড্র ও লাঞ্চের পর অনুষ্ঠানের সমাপ্তি হয়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন