বাধা কাটল। ঠিক করা হলো সেই স্ক্যানার। ফলে ব্রিটেনে আবারও শুরু হলো সবজি রফতানি। গত ২০ মার্চ বাংলাদেশ প্রতিদিনের অনলাইন ও ২১ মার্চ প্রিন্ট ভার্সনে ‘দুই সপ্তাহ ধরে ব্রিটেনে বাংলাদেশের সবজি আসছে না’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়।
যে প্রতিবেদনে ব্রিটেনে বাংলাদেশের সবজি আমদানি করেন এমন ব্যবসায়ীদের হতাশা ও ক্ষতির বিষয়টি তুলে ধরা হয়। ব্যবসায়ীরা বলেছিলেন, প্রায় ২ সপ্তাহের বেশি সময় ধরে বিমানবন্দরের স্ক্যানার বন্ধের কারণে সবজি না আসায় অন্তত ১৫ কোটি টাকার ক্ষতি হয় তাদের। ব্রিটেনে বছরে প্রায় ৪০০ কোটি টাকার সবজি রফতানি হয়। তবে এই রফতানির বাজার বছরে ১ হাজার কোটি ছাড়িয়ে যাবে, যদি বৃহৎ মার্কেট ধরা যায়।
এই প্রতিবেদন প্রকাশ হওয়ার ৩ দিনের মাথায় স্ক্যানার ঠিক করা হয়। এরপর ২৪ মার্চ থেকে সবজি রফতানি শুরু হয়েছে।
হোয়াইটাপেল কাঁচাবাজারের মালিক মো. নাসির বলেন, সাধারণত এমনিতেই বাংলাদেশের সবজির চাহিদা আছে ব্রিটেনে। আর রমজান মাসে চাহিদা আরও বাড়ে।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ