উজবেকিস্তানের তাসখন্দের বাংলাদেশ দূতাবাসে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। শনিবার দূতাবাসে জাতীয় পতাকা উত্তোলন ও আলোচনা অনুষ্ঠানের মধ্যদিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।
অনুষ্ঠানে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক এবং উজবেকিস্তানের ইনফরমেশন টেকনোলজি ও কমিউনিকেশন মন্ত্রী শেরজদ শেরমাতভ, সরকারের উপমন্ত্রী, সংসদ সদস্য, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, শিক্ষাবিদ, বিশ্ববিদ্যালয়সমূহের রেকটর ও প্রফেসরবৃন্দ, বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন এজেন্সি প্রধান, অর্থনীতিবিদ, ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দসহ বিশিষ্ট নাগরিকগণ অংশগ্রহণ করেন। বাংলাদেশ ও উজবেকিস্তানের জাতীয় সংগীত পরিবেশনের মধ্যদিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়।
বাংলাদেশের রাষ্ট্রদূত দেশের স্বাধীনতা অর্জনের তাৎপর্য বিষয়ে বিশেষভাবে আলোকপাত করে তার বক্তব্যে গার্মেন্টস, ফার্মাসিটিউক্যালস, লেদার সেক্টরে বাংলাদেশের সাম্প্রতিক সাফল্য, বিদ্যমান উদার বিনিয়োগ বান্ধব পরিবেশ, রপ্তানিযোগ্য বিপুল দক্ষ জনশক্তি,পণ্য রপ্তানিতে সাফল্য, আর্থিক সক্ষমতা অর্জন, উচ্চ শিক্ষার ক্ষেত্রে যৌথ সহযোগিতার সুযোগ গ্রহণের জন্য বাংলাদেশকে নিয়ে পরিকল্পনা গ্রহণের আহ্বান জানান। স্বাধীনতা দিবসের কেক কেটে এবং উজবেক-বাংলা খাবার পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়।
বিডি প্রতিদিন/আরাফাত