১৫ আগস্ট, ২০২২ ২১:৩০

শোক দিবসে লন্ডনে ৫ কিলোমিটার হেঁটে প্রবাসীদের শ্রদ্ধা

যুক্তরাজ্য অফিস

শোক দিবসে লন্ডনে ৫ কিলোমিটার হেঁটে প্রবাসীদের শ্রদ্ধা

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাৎ বার্ষিকীতে লন্ডনের মিলওয়াল পার্কে ৫ কিলোমিটার হেঁটে তার আত্মার প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেছেন প্রবাসীরা। ২০২০ সাল থেকে ব্যতিক্রমধর্মী এই কর্মসূচির আয়োজন করা হচ্ছে। 

এই আয়োজনের অন্যতম উদ্যোক্তা, সিলেট এমসি কলেজ ছাত্রসংসদের সাবেক ভিপি, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের কাউন্সিলার ইকবাল হোসাইন বলেন, যিনি আমাদের একটি দেশ উপহার দিয়েছেন তাকে এভাবে স্বপরিবারে মেরে ফেলা হবে এটা মেনে নেয়া যায় না। তাই প্রতি বছর ১৫ আগস্ট আমরা কয়েকজন মিলে হত্যার প্রতিবাদ হিসাবে ৫ কিলোমিটার হাঁটা কার্যক্রম শুরু করি।

এ কর্মসূচিতে অংশ নেয়া সবাই বঙ্গবন্ধু ও তার পরিবার হত্যায় জড়িত পলাতক আসামিদের বিচার ত্বরান্বিত করার আহ্বান জানান। এসময় উপস্থিত ছিলেন কমিউনিটি ব্যক্তিত্ব আবু হোসেন, শফিক আহমেদ, লেখক ফারুক মিয়া, আতাউর রহমান, সাংবাদিক বাতিরুল হক সরদার, মিসেস রুমি হক, দিলন মিয়া, আনোয়ার খান, সাদাত কিতাব, সাদাত হাসান ও জাবেদ আহমেদ।

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর