শিরোনাম
১ অক্টোবর, ২০২২ ১৪:০৯

কাতার থেকে বৈধপথে রেমিট্যান্স প্রেরণে রাষ্ট্রদূতের আহ্বান

আমিন ব্যাপারী, কাতার

কাতার থেকে বৈধপথে রেমিট্যান্স প্রেরণে রাষ্ট্রদূতের আহ্বান

বৈধপথে প্রবাসীরা রেমিট্যান্স পাঠিয়ে সমৃদ্ধ করছে দেশের অর্থনীতি। তাই হুন্ডি বন্ধে নিরুৎসাহিত করতে তৃণমূল পর্যায়ে প্রবাসীদের উৎসাহ যুগাতে এক নতুন দিগন্তের সূচনা করলো বাংলাদেশ দূতাবাস ও এরাবিয়ান এক্সচেঞ্জ কাতার।

গতকাল বৈধপথে রেমিট্যান্স প্রেরণে প্রবাসীদের দোরগোড়ায় প্রচারণা চালাতে রাষ্ট্রদূত মোঃ জসিম উদ্দিন নিজেই এক্সচেঞ্জের মাধ্যমে টাকা প্রেরণ করে রেমিট্যান্স উদযাপন দিবস পালন করেন।

এ সময় উপস্থিত ছিলেন এরাবিয়ান এক্সচেঞ্জের সিইও নুরুল কবির চৌধুরী, দূতাবাসের প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগিডিয়ার জেনারেল সাজ্জাদ হোসেন, দূতাবাসের লেভার মিনিস্টার ড. মুস্তাফিজুর রহমান, বাংলাদেশ কমিউনিটির সভাপতি ইঞ্জিনিয়ার 
আনোয়ার হোসেন আকন, বীর মুক্তিযোদ্ধা ওমর ফারুক চৌধুরীসহ দূতাবাসের উর্দ্ধতন কর্মকর্তা ও বাংলাদেশ কমিউনিটির বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।

রাষ্ট্রদূত আরো বলেন, বৈধ পথে টাকা পাঠালে একদিকে প্রবাসীদের কষ্টার্জিত আয় তাদের পরিবারের উপকারে আসে, অপরদিকে এটি দেশীয় মুদ্রা ভাণ্ডারে যুক্ত হয়ে দেশের সামগ্রিক উন্নয়নে সহায়ক হয়।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর