৩ অক্টোবর, ২০২২ ০৬:১১

একাত্তরের গণহত্যা: জাতিসংঘের স্বীকৃতির দাবিতে মানববন্ধন

অনলাইন ডেস্ক

একাত্তরের গণহত্যা: জাতিসংঘের স্বীকৃতির দাবিতে মানববন্ধন

যুক্তরাজ্যের লন্ডনে আলতাব আলী পার্কের শহীদ মিনার প্রাঙ্গণে ১৯৭১ সালে বাংলাদেশে সংগঠিত গণহত্যার জাতিসংঘের স্বীকৃতি চেয়ে মানবন্ধন-সমাবেশ করেছে ‘আমরা একাত্তর’ নামক সংগঠন।

সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা আবু মুসা হাসান এবং সভা পরিচালনা করেন ‘আমরা একাত্তর’ যুক্তরাজ্যের সংগঠক সত্যব্রত দাস স্বপন।

সভায় ৩রা অক্টোবর জেনেভায় জাতিসংঘ মানবাধিকার কমিশনের সভায় ১৯৭১ সালে বাংলাদেশে সংঘটিত গণহত্যা নিয়ে আলোচনার উদ্যোগ নেওয়ার জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়। ইতিহাসের ঘৃণ্যতম এই গণহত্যাকে জাতিসংঘের স্বীকৃতি প্রদানের জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানানো হয় এবং বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে বসবাসকারী বাংলাদেশের নাগরিকদের ঐক্যবদ্ধভাবে এই দাবি আদায়ে সোচ্চার হবার জন্য আহ্বান জানানো হয়।

সভায় সূচনা বক্তব্য রাখেন, সাংবাদিক নীলুফা হাসান। সভায় আলোচনায় অংশ নেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান শরীফ, কবি শামীম আজাদ, কাউন্সিলার ইমরান চৌধুরী, সত্যবাণী সম্পাদক সৈয়দ আনাস পাশা, মুক্তিযোদ্ধা শাহ্‌ এনাম, কমিউনিটি নেতা জামাল খান, নারী নেত্রী সৈয়দা সুলতানা শিখা, যুক্তরাজ্য জাসদের সভাপতি হারুনুর রশীদ, যুক্তরাজ্য ন্যাপ সভাপতি আব্দুল আজিজ, যুক্তরাজ্য ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি সৈয়দ এনামুল ইসলাম, বিশিষ্ট কমিউনিটি নেতা হবিবুর রহমান, মুক্তিযোদ্ধা আবুল কাশেম, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবাদুল আহাদ চৌধুরী, যুক্তরাজ্য আওয়ামী লীগের সহ-সভাপতি হরমুজ আলী, মুক্তিযোদ্ধা ফয়জুর রহমান খান, কমিউনিটি নেতা আলতাফুর রহমান, কাউন্সিলার  সৈয়দা  সায়মা আহমেদ।

মানববন্ধনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক, লেখক হামিদ মোহাম্মদ, সাংবাদিক জুয়েল রাজ, বিবিসি’র সাবেক সাংবাদিক উদয় শঙ্কর দাস, বিশিষ্ট কমিউনিটি নেতা আব্দুল মান্নান, মুক্তিযোদ্ধা লোকমান হোসেন, মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মিফতা ইসলাম, সাহিত্যিক ময়নুর রহমান বাবুল, আওয়ামী লীগ নেতা মাশুক ইবনে আনিস, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাহাব আহমদ বাচ্চু, ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশন নেতা হামিদুল ইসলাম, সংস্কৃতিকর্মী স্মৃতি আজাদ, সাংবাদিক বুলবুল হাসানসহ অনেকেই।


বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর