পর্তুগালের ইতিহাস আর ঐতিহ্যে ভরা প্রাচীন ও বন্দর নগরী পোর্তোর প্রবাসী বাংলাদেশিদের ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ কমিউনিটি অব পোর্তোর উদ্যোগে বার্ষিক বনভোজন ও নৌ-ভ্রমণ অনুষ্ঠিত হয়েছে।
প্রথম পর্বে সকালে ৩ টি বাস যোগে প্রায় দেড়শতাধীক প্রবাসীদের নিয়ে যাত্রা শুরু হয় ঐতিহ্যবাহী পর্তুগালের দর্শনীয় শহর রেগুয়াতে। স্পেন এবং পর্তুগালের রেগুয়া শহরের মাঝে প্রবাহিত হওয়া দৌউরো নদীর উৎপত্তি স্থল আটলান্টিক সাগরের উদ্দশ্যে ১টি জাহাজ যোগে ২য় পর্বে সূচনা করা হয়। নৌ ভ্রমণে আঁকাবাঁকা নদীর দুপাশে আঙ্গুর আর অলিভের উঁচু নিচু বাগানের সবুজ পাহাড়ের প্রাকৃতিক নয়নাভিরাম দৃশ্য সকলকে মুগ্ধ করে।
এছাড়াও দৌরো নদীতে জাহাজে ভ্রমণের মূল আকর্ষণ ছিলো জল বিদ্যুৎ উৎপাদনের জন্য নির্মিত দুটি বাঁধের যেটির প্রথমটি ৩৫ মিটার আর দ্বিতীয়টি ১৫ মিটার নিচে পানিকে নামিয়ে নদীর অপর প্রান্তের পানির সাথে সমতল করে করে জাহাজ চলাচলের সমন্বয় করে।
সংগঠনের প্রধান উপদেষ্টা মোশারফ হোসেন করনের সার্বিক তত্বাবধানে সংগঠনের সভাপতি শাহ আলম কজল ও সাধারণ সম্পাদক আবদুল আলিমের নেতৃত্বে উপস্থিত ছিলেন সংগঠনের ফিরোজ আহমেদ, মোঃ টিপু, তাজুল ইসলাম, পিন্টু প্রদান, বেলাল আহমেদ, মাসুদ, সমির, ফিরোজ আলম, বেলাল হোছাইন, মাছুমুর রহমান, কপিল উদ্দিন শাকিল, ইমন, আসিপ, বকুল আহমেদ, আলমগীর কবির, মুকুল প্রমুখ।
নৌ ভ্রমণ আর আভিজাত্যে ও চমকে ভরা নৌ-ভ্রমণের জাহাজের মাঝে ছিলো গানের আসর, মহিলাদের জন্য ছিল বালিশ খেলা, কৌতুক আর আনন্দ আড্ডায় মেতে উঠেন মেতে ওঠেন নৌ ভ্রমণে আগত সকল প্রবাসী। নৌ-ভ্রমণের শেষ মুহূর্তে ছিলো আকর্ষণীয় র্যাফেল ড্র ও পুরস্কার বিতরণের।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন